দরিদ্র হলেও রাজার মন, ক্ষুধার্ত পথ কুকুরকে খাইয়ে সবার নজর কাড়লেন বৃদ্ধ! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : পৃথিবীতে মানবতার চেয়ে বড় আর কিছুই নেই। আমরা সকলেই জানি এ কথা। কিন্তু কাজে লাগায় কজন? তবে কিছু কিছু মানুষ আছেন যাঁরা নিজের কথা না ভেবে সবসময় ঝাঁপিয়ে পড়েন অন্যের প্রয়োজনে। বিপদের দিনে পাশে এসে দাঁড়ান তাঁরা নিঃস্বার্থ ভাবেই। এবার এরকমই এক মানুষের খোঁজ মিলল স্যোশাল মিডিয়ার সৌজন্যে।

সম্প্রতি ভাইরাল হয় একটি ভিডিও। যেখানে একজন বয়স্ক মানুষকে রাস্তার কুকুরদের ভাত খাওয়াতে দেখা যায়। এই ভিডিওটি সামনে আসার পর থেকেই রাতারাতি শিরোনামে উঠে এসেছেন ওই ব্যক্তি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ দেশের মানুষ।

সম্প্রতি নিজের ট্যুইটার অ্যাকাউন্টে এই ভিডিওটি পোস্ট করেন আইপিএস অফিসার দীপাংশু কাবরা। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন ‘রাস্তায় বসে রুটি ভাগ করে খেতে দেখলাম আমি ওঁকে। আপাতভাবে রাস্তায় বসা ভিখারী হলেও উনি প্রকৃতপক্ষেই রাজা।’ যদিও ভিডিওটি কোথায়, কখন তোলা তা ট্যুইটে লেখেননি ওই অফিসার। জানা যায়নি বৃদ্ধের পরিচয়ও।

ভিডিওটি দেখা যাচ্ছে একজন বয়স্ত মানুষ রাস্তার কুকুরদের খাওয়াচ্ছেন।বৃদ্ধের কাছে সাইকেলে একটি পাত্র রয়েছে। সেই পাত্র থেকেই গরম গরম ভাত বের করে কুকুরদের দিচ্ছেন তিনি। আর সেই ভাত মহানন্দে খাচ্ছে সারমেয়রা। এই ভিডিওটি দেখে তাঁর প্রশংসায় ফেটে পড়েছেন দেশবাসী। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে মানুষ নিজের স্বার্থ ছাড়া আর কিছুই ভাবে না, যেখানে কাউকে সাহায্য করার নামেই পিছপা হয় মানুষ, সেই খানে দাঁড়িয়ে ছোট্ট প্রানীগুলিকে তিনি যেভাবে সাহায্য করছেন তা যে সত্যিই প্রশংসনীয় তা বলাই বাহুল্য।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর