গোল করে স্পেনকে জেতালেন বিশ্বকাপ! ট্রফি হাতে উদযাপন করতে গিয়ে বাবার মৃত্যুসংবাদ পেলেন ওলগা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শেষ হয়েছে মহিলা বিশ্বকাপের (2023 Women’s World Cup) লড়াই। অস্ট্রেলিয়ার সিডনির মাটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইংল্যান্ডকে ১-০ ফলে হারিয়ে ম্যাচ জেতেন স্পেনের মহিলা দল। এটি ছিল স্প্যানিশ ফুটবলের ইতিহাসে প্রথম মহিলা বিশ্বকাপ জয়। এর আগে শেষ ১৬ পর্বে সুইটজারল্যান্ড ৫-১ ফলে, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে ২-১ ফলে, সেমিফাইনালে সুইডেনকে ২-১ ফলে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল তারা।

কাল স্পেনকে গোল করে ম্যাচ জিতিয়েছেন ২৩ বছর বয়সী ওলগা কারমোনা। স্প্যানিশ দলের অধিনায়ক কাল ২৯ মিনিটে দুর্দান্ত গোলে নিজের দলকে এগিয়ে দেন। রিয়াল মাদ্রিদ মহিলা দলের হয়ে ক্লাব ফুটবল খেলা এই তারকা কাল ওভারল্যাপে ওঠে এসে বাঁ পায়ের দুরন্ত শটে ইংল্যান্ড গোলরক্ষক ম্যারি ইরাপসকে পরাস্ত করেন। তবে ম্যারি পরে একটি পেনাল্টি বাঁচিয়ে ইংল্যান্ডকে লড়াইয়ে রেখেছিলেন। তবে তাতে খুব বেশি লাভ হয়নি।

   

কিন্তু অধিনায়কোচিত পারফরম্যান্স করে দলকে জেতানোর পর এবং বিশ্বকাপ ট্রফি হাতে উদযাপনের পরে আকাশ ভেঙে পড়ে ওলগার মাথায়। স্প্যানিশ ফুটবল ফেডারেশন তারপর জানায় যে দুর্ভাগ্যজনক ভাবে যখন ওলগা স্পেনকে মাঠে নেতৃত্ব দিচ্ছিলেন তখন তার বাবা পৃথিবীর মায়া কাটিয়ে পরলোকে যাত্রা করেছেন।

আরও পড়ুন: আরব দেশে রোনাল্ডো ঝড়! জোড়া গোল করে আল নাসের-কে বিশ্বকাপের আদলের ট্রফি জেতালেন CR7

যদিও ওলগাকে শেষ দেখা গিয়েছে ট্রফি হাতে সতীর্থদের সঙ্গে উদযাপন করতে। তারপর এই সংবাদ পাওয়ার পর তার বক্তব্য বা প্রতিক্রিয়া সামনে আসেনি। বা বলা ভালো স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তরফ থেকে তার প্রতিক্রিয়া সামনে আসতে দেওয়া হয়নি।

আরও পড়ুন: দূরপাল্লার শটে বিশ্বমানের গোল! নতুন ক্লাবের জার্সিতে প্রথম ট্রফি জিতলেন মেসি

স্প্যানিশ ফেডারেশন শুধু নিজেদের বক্তব্যে জানিয়েছে, “আমরা গভীরভাবে দুঃখিত, কারণ আমাদের ওলগা কারমোনার বাবার মৃত্যু সংবাদ ঘোষণা করতে হচ্ছে। গভীর দুঃখের সাথে এই সময়ে আমরা ওলগা এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আমরা তোমাকে ভালোবাসি, ওলগা। তুমি এখন স্প্যানিশ ফুটবল ইতিহাসের অংশ।”

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর