বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা নাম হল অলিম্পিক (Olimpic)। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশই। প্রত্যেক দেশই চাই তাদের প্রতিযোগিরা অলিম্পিকে অংশগ্রহণ করুক। অলিম্পিকে অংশগ্রহণ করা যেমন ক্রীড়াবিদদের কাছে স্বপ্নের থাকে, তেমনই অলিম্পিক আয়োজন করাও প্রায় প্রত্যেক দেশের কাছে স্বপ্ন থাকে। 2048 অলিম্পিক আয়োজন করার জন্য প্রস্তুতি শুরু করল দিল্লি।
दिल्ली सरकार का लक्ष्य है कि दिल्ली में ओलंपिक खेलों का आयोजन भी हो। 2048 के 39वें ओलंपिक खेल प्रतियोगिताओं की मेज़बानी का आवेदन करने के लक्ष्य के साथ दिल्ली सरकार ज़ोर-शोर से काम कर रही है।
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 9, 2021
মঙ্গলবার বাজেট পেশ করে দিল্লি সরকার। সেখানেই দিল্লির উপমুখ্যমন্ত্রী মনিশ সিসৌদিয়া জানিয়েছেন, ” 32 তম অলিম্পিক অনুষ্ঠিত হবে টোকিওতে। তার পরের তিনটি অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে সেটা এখনো ঠিক করা হয়নি। তবে 39 তম অলিম্পিক আয়োজন করতে চায় দিল্লি। সেই লক্ষ্যে আমাদের সরকারের লক্ষ্য যত দ্রুত সম্ভব খেলাধুলার পরিবেশ এবং পরিকাঠামো উন্নত করে নতুন ক্রিড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে অলিম্পিক আয়োজন এর জন্য আবেদন করা।”
दिल्ली सरकार का लक्ष्य है कि दिल्ली में ओलंपिक खेलों का आयोजन भी हो। 2048 के 39वें ओलंपिक खेल प्रतियोगिताओं की मेज़बानी का आवेदन करने के लक्ष्य के साथ दिल्ली सरकार ज़ोर-शोर से काम कर रही है।
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 9, 2021
তিনি জানিয়েছেন, অনেকেরই মনে হতে পারে এটা অনেক দূরের ভাবনা, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি অলিম্পিক আয়োজন করতে গেলে দশ বছর আগে আবেদন করতে হয়। এছাড়াও অলিম্পিকের মতো পরিকাঠামো উন্নত করতে গেলে প্রায় 15 বছর সময় লাগে। সেই কারণে আমরা এখন থেকেই 2048 অলিম্পিক আয়োজনের উদ্দেশ্যে কাজ করতে শুরু করেছি। আশা করছি আমাদের খেলাধুলার পরিবেশ এবং পরিকাঠামো ঠিকঠাক করে 2048 অলিম্পিক আয়োজন এর আবেদন করতে সক্ষম হবো এবং আরও অনেক বেশি পদক জিতবো।
উল্লেখ্য, 2010 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে এবং সেটি দিল্লি প্রশাসন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছিল।
दिल्ली सरकार का लक्ष्य है कि दिल्ली में ओलंपिक खेलों का आयोजन भी हो। 2048 के 39वें ओलंपिक खेल प्रतियोगिताओं की मेज़बानी का आवेदन करने के लक्ष्य के साथ दिल्ली सरकार ज़ोर-शोर से काम कर रही है।
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 9, 2021