“উনি অনুপ্রেরণার উৎস”, রতন টাটার সাথে দেখা করে খুশি অলিম্পিকে সোনাজয়ী নীরজ, কি জানালেন তিনি?

Published On:

বাংলা হান্ট ডেস্ক: টোকিও অলিম্পিকে গোল্ড মেডেল হাসিল করা নীরজ চোপড়া (Neeraj Chopra) সম্প্রতি টাটা গ্রুপের (Tata Group) প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার (Ratan Tata) সঙ্গে দেখা করেছেন। শুধু তাই নয়, নীরজ এই সাক্ষাতের বিষয়টি সোশ্যাল মিডিয়া মারফত সামনেও এনেছেন। তিনি বর্ষীয়ান ওই শিল্পপতির সাথে তোলা ছবি শেয়ার করেছেন নেটমাধ্যমে।

রতন টাটার সাথে দেখা করার পরে, নীরজ চোপড়া ছবিগুলি নেটমাধ্যমে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “অনুপ্রেরণার সত্যিকারের উৎস শ্রী রতন টাটা স্যারের সাথে দেখা করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।” জানিয়ে রাখি যে, টোকিও অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া প্যারিস অলিম্পিককে এবার “পাখির চোখ” করেছেন।

অলিম্পিকে স্বর্ণপদক জেতার পর থেকে নীরজ চোপড়া তাঁর দুর্দান্ত পারফরম্যান্স বজায় রেখেছেন। শুধু তাই নয়, তিনি প্রতিটি টুর্নামেন্টেই দুর্দান্ত ফলাফলের মাধ্যমে জ্যাভলিন থ্রোতে ভারতকে গর্বিত করেছেন। পাশাপাশি, তরুণ খেলোয়াড়দের কাছেও তিনি অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

আরও পড়ুন: না চিনেই বিল গেটসকে খাইয়েছেন চা! ডলি যা বললেন জানার পর চোখ কপালে উঠবে

চোপড়া ২০২২ সালে সুইডেনে অনুষ্ঠিত স্টকহোম ডায়মন্ড লিগে একটি বড় কৃতিত্ব অর্জন করেছিলেন। তিনি ৮৯.৯৪ মিটারের জ্যাভলিন নিক্ষেপের মাধ্যমে ব্যক্তিগত সেরা এবং জাতীয় রেকর্ড তৈরি করেছিলেন।

আরও পড়ুন: ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজ শেষ হলেই অবসর নেবেন ভারতের এই দুই তারকা খেলোয়াড়? তুঙ্গে জল্পনা

এদিকে, ইতিমধ্যেই নীরজ চোপড়া তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছেন। ২০২২ সালে নীরজ চোপড়া এই পুরস্কার পান। এদিকে, ২০২১ সালে তিনি মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কারে সম্মানিত হন। তার আগে ২০১৮ সালে, তাঁকে অ্যাথলেটিক্স অর্জুন পুরস্কারও প্রদান করা হয়। এদিকে, এখন রতন টাটার সাথে তাঁর ছবি সামনে আসতেই নেটমাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে সেই ছবি।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X