বাংলাহান্ট ডেস্ক : সাম্প্রতিককালে এক ভিডিও ভাইরাল হয়েছিল নেট মাধ্যমে। সেই ভিডিওয় দেখা গেছিলো ডুরণ্ডের ফাইনালে মঞ্চ থেকে ছবি তোলার জন্য সরিয়ে দেওয়া হচ্ছে সুনীল ছেত্রীকে। ট্রফি জয়ী সুনীল কেই ক্রীড়ামন্ত্রী অরূপ ও অস্থায়ী রাজ্যপাল গণেশন বাম হাতে ঠেলে সরিয়ে দেন যাতে তাদের ভালোভাবে দেখা যায়। এই ভিডিও দেখার পর তুমুল সমালোচনা করেন নেটিজেনরা।
কিন্তু আবারও এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেখা গেল জাতীয় গেমসের মঞ্চে। কিছু সংবাদমাধ্যমের দাবী, মঞ্চের মাঝখান থেকে নীরজ চোপড়া ও পি ভি সিন্ধুকে মঞ্চের ধারের দিকে ঠেলে সরিয়ে দেওয়া হয়েছে। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেট পাড়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, টোকিও অলিম্পিক এর মঞ্চে মশাল রাখছেন মোদী। তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে গগন নারাং সহ অলিম্পিক পদকজয়ীরা। গগন নারং ২০১২ সালে গান শুট এ ব্রোঞ্জ পদক লাভ করেছিলেন।
Olympians were silently told to drop off the stage.
So that, Modi will be able to satisfy his photo hunger all alone 🙏 pic.twitter.com/JwESXH80Jp
— YSR (@ysathishreddy) September 30, 2022
মোদী যখন মশাল রাখছিলেন তখন গগন নরং ইশারায় একবছরের অলিম্পিক জয়ীদের মঞ্চের মাঝখান থেকে সরে যেতে বলেন। সংবাদমাধ্যম এর দাবি , ছবিতে একা প্রধানমন্ত্রী কে রাখার জন্যই এহেন আচরণ করেন গগন। নেটাগরিকরা এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন।