৬০ হাজার ফুট উচ্চতা থেকে ধ্বংস করবে শত্রুদের! মারণ অস্ত্র পাচ্ছে ভারত, ভয়ে কাঁপবে চিন-পাকিস্তান

বাংলা হান্ট ডেস্ক : ফের শক্তিশালী হচ্ছে ভারতীয় বায়ু সেনা (Indian Air Force)। এবার ওআরসিএ (ORCA)-কে সেনায় নিযুক্ত করতে চায় ভারত। ওআরসিএ অর্থাৎ ওমনি রোল কমব্যাট এয়ারক্রাফট (Omni Role Combat Aircraft) একটি উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান। এই ফাইটার জেটকে নিযুক্ত করতে পারলে ভারতীয় বায়ু যথেষ্ট শক্তিশালী হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

এই মুহুর্তে বায়ু সেনায় রয়েছে তেজস এমকে ২ এবং এএমসিএ ফাইটার জেট। এএমসিএ অর্থাৎ অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট। এই দুই যুদ্ধ বিমান ডবলপেমেন্ট প্রকল্পের আওতায় কাজ করে। তবে ওআরসিএ বা ওরকা সেনায় যুক্ত হলে ভারতের ক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পাবে। গুপ্তচরবৃত্তি, টহলদারি ও হামলার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সক্ষম।

iaf 2

জানা যাচ্ছে, ভারতীয় নৌসেনা ৪৫ টেডবিএফ-র কিনতে চলেছে। ২০৪০ সালের মধ্যে এই টেডবিএফ-র সংখ্যা ১০০তে পৌঁছে যাবে। অপরদিকে ভারতীয় বায়ু সেনা ১৮০টি তেজস এমকে-২ এবং ১২০ এএমসিএ ফাইটার জেট নিযুক্ত করার পরিকল্পনা করেছে। এরই সঙ্গে ৫০টি তেজস এমকে-১ যুদ্ধ বিমানও থাকবে।

বিশেষ সূত্রে খবর, ওরকা যুদ্ধ বিমানকে তেজস ফাইটার জেটের প্লাটফর্মেরই তৈরি করা হবে। এই বিমানে জেনারেল ইলেকট্রিক এফ৪১৪ ইঞ্জিন লাগানো হবে। এই ইঞ্জিন ৫৮.৫ কিলোনিউটন শক্তি দেয়। পরে এই ইঞ্জিনের ক্ষমতা বেড়ে ৯৮ কিলোনিউটন পর্যন্ত করা সম্ভব। এই বিমানের দৈর্ঘ্য হবেনপ্রায় ৫৪ ফুট।

এই যুদ্ধ বিমানেট নৌসেনা ভার্সনে উইংসকে ভাঁজ করার সুবিধা থাকবে। এর ওজন হতে পারে ২৬ হাজার কিলোগ্রাম। পরে প্রয়োজন মত একে পরিবর্তন করা সম্ভব। এই বিমানের সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ১৯৭৫ কিলোমিটার। মাটি থেকে প্রায় ৬০ হাজার ফুট উঁচুতে উড়তে সক্ষম হবে এই বিশেষ ধরনের যুদ্ধবিমান।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর