বাংলাহান্ট ডেস্ক : এবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মুখ খুললেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের তৃণমূলে যোগদান নিয়ে। সাংবাদিকদের করা প্রশ্নে আজ নবান্নে সরাসরি কিছু মন্তব্য করতে চাননি তিনি। তবে মুখ্যমন্ত্রীর দাবি, সদ্য কংগ্রেস থেকে তৃণমূলে আসা এই বিধায়কের দলবদল নিয়ে তিনি কিছুই জানেন না।
মমতার কথায়,”আমি কিছু জানি না বিষয়টি নিয়ে। লোকাল নেতাদের জিজ্ঞাসা করুন।” সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস (Bayron Biswas) সোমবার কংগ্রেস থেকে যোগদান করেন তৃণমূলে। স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাতে তুলে দেন দলীয় পতাকা। জোটের তরফে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।
এরপর থেকে সাগরদিঘির বিধায়কের দল বদল নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নব জোয়ার কর্মসূচি নিয়ে অবস্থান করছেন ঘাটালে। সেই কর্মসূচির মাঝেই অভিষেকের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগদান দেন বায়রন। বায়রনের তৃণমূলে যোগদান প্রসঙ্গে সাংবাদিকরা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলে রীতিমত বিরক্ত হন তিনি।
তীব্র বিরক্তি প্রকাশ করে তিনি বলেন এই ব্যাপারে লোকাল নেতাদের সাথে কথা বলতে। এরপর মুখ্যমন্ত্রী বলেন,”এই বিষয়টি স্থানীয় নেতৃত্বের। লোকাল ম্যাটার এটা। কিছু জানিনা আমি এই বিষয়ে। খবরের কাগজে আমি দেখেছি। কিছু জিজ্ঞাসা করতে হলে স্থানীয় নেতাদের করুন। অনেক নিয়ম আছে দলের। এগুলোর মধ্যে আমি নেই। এগুলো ব্লক লেভেল এর কাজ।”
প্রসঙ্গত, সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস কিছু মাস আগেই কংগ্রেসের টিকিটে জয়লাভ করেন। এরপর গতকাল তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কংগ্রেস ত্যাগ করে যোগ দেন তৃণমূলে। আচমকা বিধায়কের এই ভোল বদলে সমালোচনার ঝড় ওঠে রাজ্য জুড়ে। এই অবস্থায় নবান্নে মুখ্যমন্ত্রীর এই প্রতিক্রিয়া নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।