বাংলাহান্ট ডেস্ক : আজ বিজয়া দশমী। দুর্গাপূজার শেষ দিনে এসে ভারাক্রান্ত প্রত্যেকটা বাঙালি মন। চোখের জলে বিদায় জানাতে হচ্ছে মাকে। আবার অপেক্ষার প্রহর গোনা শুরু আজ থেকেই। বিদায় বেলায় মায়ের কাছে একটাই নিবেদন সবার, আবার এসো মা। বিজয়া দশমীর পাশাপাশি আজ দশেরাও বটে। অশুভকে নিধন করে শুভ শক্তির জয়ের দিন আজ।
একদিকে যেমন বিদায় বেলায় কৈলাসে ফিরবেন মা দুর্গা, অন্যদিকে দশেরায় রাবণ বধে নতুন প্রাণশক্তি ফিরে পাব আমরা। এই দুই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আজ কলকাতার আকাশে দেখা যাবে বিশেষ আয়োজন। ১৫ মিনিট ধরে আলোকিত হবে কলকাতার আকাশ। রাবণ দহনের শব্দ বেরিয়ে আসবে সেই আলোর মধ্যে দিয়ে।
রাম-রাবণ যুদ্ধের সেই ঘটনা সুন্দরভাবে আলোর খেলার মাধ্যমে ফুটিয়ে তুলে তিলোত্তমাকে জানানো হবে শুভ বিজয়ার শুভেচ্ছা। ৬০০টি ড্রোনের মাধ্যমে আলোকিত হবে কলকাতার আকাশ। এই আলোর খেলায় ঘটবে রাবণ দহন। রাতের আকাশে ১৫ মিনিট স্থায়ী হবে এই আলো। এর সাথে থাকছে সাউন্ড শো।
কলকাতার পার্ক সার্কাসের ‘উদ্দিপানি’ ক্লাব এ বছর ৮৩ তম দুর্গোৎসব পালন করছে। পার্ক সার্কাস সার্বজনীন দুর্গোৎসব নয়াদিল্লির প্রযুক্তি সংস্থা বটল্যাব ডায়নামিক্সের সাথে মিলে এই শোয়ের আয়োজন করেছে। সব মিলিয়ে বলা যায়, আমজনতার বিশেষ নজর কাড়বে এই আয়োজন।
আয়োজক কমিটির সদস্য অর্জুন ধাওয়ান এই বিষয়ে বলেছেন, “ভারতবর্ষের প্রথম লাইট অ্যান্ড সাউন্ড রাবণ বধ হতে চলেছে এটি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছ থেকে গত সপ্তাহে এই শো করার অনুমতি পাই। দেবী দুর্গার বিসর্জন ও রাবণ বধ, এই দুই মিলেই দশেরা। সেই ঘটনা তুলে ধরার জন্য নেওয়া হয়েছে এই উদ্যোগ।”