কামরায় তো নেই চেন! হঠাৎ প্রয়োজনে কীভাবে থামাবেন বন্দে ভারত এক্সপ্রেস?

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেল আমাদের দেশের পরিবহণের মেরুদন্ড। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য বেছে নেন ভারতীয় রেলকে। গোটা দেশজুড়ে প্রতিদিন ভারতীয় রেলের পক্ষ থেকে প্রায় ১২ হাজার যাত্রীবাহী ট্রেন চালানো হয়ে থাকে। একটি হিসাব অনুযায়ী, প্রতিদিন প্রায় দু কোটি মানুষ যাত্রা করেন রেলের মাধ্যমে।

যত সময় যাচ্ছে ততই ভারতীয় রেল জায়গা করে নিচ্ছে পরিবহণ মানচিত্রের গুরুত্বপূর্ণ স্থানে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিনিয়ত ভারতীয় রেলের পক্ষ থেকে আনা হচ্ছে একের পর এক পরিবর্তন। বিভিন্ন এক্সপ্রেস ট্রেন থেকে শুরু করে বন্দে ভারত এক্সপ্রেসের মতো সেমি হাইস্পিড ট্রেন, যাত্রীদের জন্য একের পর এক উপহার নিয়ে আসছে ভারতীয় রেল।

আরোও পড়ুন : এ কী কান্ড! শূকরের কিডনি এবার জীবিত ব্যক্তির পেটে, বিষ্ময়কর প্রতিস্থাপনের নজির চিকিৎসকদের

ট্রেনে সফর করার সময় যদি কোনও বিপদ ঘটে, তাহলে ট্রেনের কামরার মধ্যে থাকা চেন টেনে সতর্ক করা যায় চালককে, থামানো যায় ট্রেন। যদি বিশেষভাবে সক্ষম বা শিশুরা ট্রেনে উঠতে না পারেন, ট্রেনের কামরার মধ্যে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বা অন্য কোনও আপৎকালীন অবস্থার সৃষ্টি হয়, তাহলে চেন ট্রেনে যাত্রীরা থামাতে পারেন ট্রেন।

আরোও পড়ুন : বেনজির কীর্তি ISRO’র! আকাশ থেকে নিজেই নামল ভারতের ‘পুষ্পক’, নয়া ইতিহাস ভারতের

তবে কোনো কারণ ছাড়া যদি যাত্রী চেন টেনে ট্রেন থামান, তাহলে তাকে পড়তে হয় শাস্তির মুখে। যারা বন্দে ভারত এক্সপ্রেসে সফর করেছেন তারা জানেন এই ট্রেনের কামরার ভেতর থাকে না চেন। তাহলে বন্দে ভারত এক্সপ্রেসে সফর করার সময় যদি কোনও আপৎকালীন অবস্থার সৃষ্টি হয় তাহলে কীভাবে থামাবেন ট্রেন?

বন্দে ভারতের মধ্যে চেনের ব্যবস্থা না থাকলেও, রাখা হয়েছে বিকল্প ব্যবস্থা। এই ব্যবস্থা অবলম্বন করে যাত্রীরা ট্রেন থামাতে পারেন। জরুরি অবস্থার জন্য একটি অ্যালার্ম বটন রাখা হয়েছে বন্দে ভারতের ভিতর। অ্যালার্ম বটন প্রেস করলে যাত্রী সংযুক্ত হয়ে যাবেন লোকো পাইলটের সাথে। তারপর লোকো পাইলট ওই যাত্রীর কাছ থেকে জানতে চাইবেন যে তিনি কেন অ্যালার্ম প্রেস করেছেন?

vande bharat express around mumbai

লোকো পাইলট যাত্রীর সাথে কথা বলার পর যদি মনে করেন যে ট্রেন থামানোর প্রয়োজন রয়েছে তাহলে তিনি ট্রেন থামিয়ে দেবেন। যদি মনে হয় চলন্ত ট্রেনেই সেই সমস্যার সমাধান করা সম্ভব তাহলে তিনি সেটাই করবেন। তবে কোনও কারণ ছাড়া যদি যাত্রী এই অ্যালার্ম বটন প্রেস করেন তাহলে তাকে পড়তে হবে শাস্তির মুখে। শাস্তি হিসেবে ওই যাত্রীর এক হাজার টাকা জরিমানা হতে পারে। এমনকি হতে পারে হাজতবাস।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর