বাংলা হান্ট ডেস্ক: বন্ধুত্বের (Friendship) কোনও বয়স হয় না, আর না বন্ধুত্ব উদযাপনের কোনও আলাদা দিন হয়। তবুও বন্ধুত্ব পালনের জন্য বেছে নেওয়া হয়েছে আলাদা একটি দিন (Friendship Day)। অগস্টের প্রথম সপ্তাহের প্রথম রবিবারই হল সেই দিন। বন্ধুত্বের গুরুত্ব বোঝানোর জন্য আলাদা কোনও দিনের প্রয়োজন আছে কি না সেটা নিয়ে তর্ক চলতেই পারে। তবে কাছের মানুষকে বিশেষ শুভেচ্ছা জানানোর জন্য একটা বিশেষ দিন পাওয়া গেলে মন্দ কী!
আর চলতি বছর সেই উপলক্ষ্যে নিজের দুই বেস্ট ফ্রেন্ডকে শুভেচ্ছা জানালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Bannerjee)। এইদিন ঘড়ির ছোট কাটা আর বড় কাটা এক জায়গায় এসে ১২টা বাজতেই সোশ্যাল মিডিয়ায় দুই বন্ধুর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন তিনি। একজন তার লিভ ইন পার্টনার শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee), অন্যজন তার কন্যা।
রবিবার মধ্যরাতে নিজেদের একাধিক মুহূর্তের ছবি পোস্ট করে বৈশাখী তার পোস্টের ক্যাপশনে লেখেন, ‘তোমার জন্যই আমি একটু বেশি হাসি। তোমার জন্যই আমি একটু কম কাঁদি। তোমার জন্যই আমার মুখে হাসি লেগে থাকে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আমার ভালোবাসা।’ সবার সামনেই আরও একবার ভালোবাসার কথা স্বীকার করে নিলেন তিনি।
তবে শুধুই শোভন নয়, বন্ধুত্ব উদযাপনের এই দিনে মেয়েকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মেয়ের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে শোভনের প্রেমিকা লিখেছেন, “Happy Friendship Day Lifeline”। উল্লেখ্য, শুধু ফ্রেন্ডশিপ ডে নয় যেকোনও দিনই খুব রমরমিয়ে উদযাপন করেন বৈশাখী এবং শোভন। কারণ আর যাইহোক, একঘেয়ে জীবন কাটানো তাদের অভিধানে নেই।
আর তাই তো দুজনে একত্রে ফ্রেম শেয়ার করলেই নিমেষের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। মধ্যে ট্রোলের মুখেও পড়তে হয় বিস্তর। কিন্তু তাতে থোড়াই কেয়ার। এই যেমন কিছুদিন আগেই একবার একসাথে র্যাম্প শোতে হেঁটেছিলেন। ঐদিন ট্রান্সজেন্ডারদের তরফ থেকে আয়োজন করা এই ফ্যাশন শোতে তাঁরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।