গোটা দেশ বুঁদ শ্রীভল্লির সৌন্দর্যে, মাত্র ২৬ বছরেই ৩৫ কোটির মালকিন ‘জাতীয় ক্রাশ’ রশ্মিকা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দীপিকা, আলিয়াদের নিয়ে যতই মাতামাতি হোক না কেন, ‘জাতীয় ক্রাশ’ এর প্রসঙ্গ উঠলেই সবার মাথায় আসে একটাই নাম। রশ্মিকা মন্দানা (Rashmika Mandana)। দক্ষিণী কন‍্যের কাছে এই একটি বিষয়ে হেরে ভূত হয়ে বসে রয়েছেন বলিউডের তাবড় সুন্দরী অভিনেত্রীরা। মাত্র ২৬ বছর বয়সেই রশ্মিকার বন্দনা কাশ্মীর থেকে কন‍্যাকুমারিকা পর্যন্ত। আজ, ৫ এপ্রিল ২৬ এ পা দিলেন ‘শ্রীভল্লি’।

কয়েক বছর আগেই ‘জাতীয় ক্রাশ’ এর তকমা পেয়েছেন রশ্মিকা। অর্থাৎ তাঁর অনুরাগীর সংখ‍্যা শুধুমাত্র দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেই সীমাবদ্ধ নেই। উত্তরেও তিনি একই রকম জনপ্রিয়। আর সেই খ‍্যাতির উপরে ভর করেই বলিউডে ডেবিউও করতে চলেছেন রশ্মিকা।


এত কম বয়সে এমন দেশজোড়া খ‍্যাতি পেলেন কীকরে তিনি? আসলে রশ্মিকা তো শুধু রূপে নয়, গুণেও অনন‍্যা। অত‍্যন্ত কম সময়ে মাত্র কয়েকটি ছবিতে অভিনয় করেই তিনি সাফল‍্যের শীর্ষে উঠেছেন। টক্কর দিতে পারেন বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের।

অভিনয়ে আসার আগে মডেলিং করতেন রশ্মিকা। একটি মডেলিংয়ের প্রতিযোগিতা জেতার পর পেশাদার মডেল হয়ে ওঠেন তিনি। ২০১৬ তে ‘কিরিক পার্টি’ নামে একটি কন্নড় ছবির হাত ধরে অভিনয়ে পা রেখেছিলেন রশ্মিকা। উল্লেখ‍্য, ওই ছবিই ব‍্যবসার দিক থেকে কন্নড় ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত সবথেকে হিট ছবি।

তবে মূলত ‘গীত গোবিন্দম’ ছবিতে অসাধারন অভিনয় দক্ষতায় সবার নজর কাড়েন রশ্মিকা। তারপরেই খ‍্যাতির শীর্ষে ওঠেন তিনি। সাফল‍্যের সঙ্গে সঙ্গে ধাপে ধাপে বেড়েছে তাঁর পারিশ্রমিকের অঙ্কটাও।

শোনা যায়, ৩-৪ কোটি টাকার কমে এক একটি ছবি করেন না রশ্মিকা। দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের মধ‍্যে এটাই সবথেকে বেশি পারিশ্রমিকের তালিকায় অন‍্যতম। তবে শোনা যায় ব্লকবাস্টার হিট ছবি ‘পুষ্পা’র বক্স অফিস সংগ্রহের কথা মাথায় রেখে এই ছবিতে অভিনয়ের জন‍্য প্রায় দশ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন রশ্মিকা।


সূত্রের খবর মানলে, এই মুহূর্তে রশ্মিকার আনুমানিক ৩০ কোটি টাকার মালকিন, বলিউড অভিনেত্রীদের তুলনায় নেহাত কম নন ‘ডিয়ার কমরেড’ নায়িকা। একাধিক বাড়ি রয়েছে তাঁর। এর মধ‍্যে বেঙ্গালুরুতেও রয়েছে একটি। জনপ্রিয় টুরিস্ট স্পট গোয়াতেও একটি বাড়ি রয়েছে অভিনেত্রীর।

এছাড়াও মুম্বই, কুর্গ ও হায়দ্রাবাদে সম্পত্তি রয়েছে তাঁর। এছাড়াও রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। মার্সিডিজ বেঞ্জ, হুন্ডাই, অডির মতো গাড়ি রয়েছে রশ্মিকার কাছে। ছবিতে অভিনয়ের পাশাপাশি একাধি বিজ্ঞাপনেরও মুখ তিনি।

প্রসঙ্গত, আগামীতে বলিউডে একাধিক ছবিতে দেখা যাবে রশ্মিকাকে। সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে মিশন মজনু ছবির হাত ধরে ডেবিউ করছেন তিনি। এছাড়া অমিতাভ বচ্চনের সঙ্গে গুড বাই এবং রণবীর কাপুরের বিপরীতে অ্যানিমাল ছবিতে অভিনয় করবেন রশ্মিকা।

সম্পর্কিত খবর

X