রাজ্য সড়কে বসছে টোল প্লাজা, নয়া পদক্ষেপ নবান্নের! দেখুন কোন গাড়িতে কত টাকা দিতে হবে

বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকার (Central Government) গ্রাম সড়ক যোজনায় বন্ধ রেখেছে বরাদ্দ। এরফলে মেরামতের জন্য খরচা করতে হচ্ছে রাজ্য সরকারকে (State Government)। কিন্তু নবান্ন যদি গ্রাম সড়কের জন্য খরচা করে তাহলে রাজ্য সড়ক বা স্টেট হাইওয়ের রক্ষণাবেক্ষণ কোন টাকায় হবে? এই নিয়ে প্রচুর তর্ক-বিতর্কের পর অবশেষে নবান্ন ২৮ টি টোল প্লাজা শুরু করতে চলেছে। এই ব্যাপারে আহ্বান করা হয়েছে দরপত্রের।

তবে জানা গেছে কোনও রকম টোল নেওয়া হবে না প্রাইভেট বা ব্যক্তিগত গাড়ির উপর। টোল নেওয়া হবে না ব্যক্তিগত দুই চাকার গাড়ির উপরেও। তিন চাকার ভাড়ার গাড়ি, লাইট কমার্শিয়াল ভেহিকেল, ট্রাক, মাল্টি অ্যাক্সেল ভেহিকেল, আর্থ মুভার এবং ওভারসাইজ তথা ৭ বা বেশি অ্যাক্সেলের পণ্যবাহী গাড়ি থেকে আদায় করা হবে টোল ট্যাক্স।

পূর্ত দপ্তর রাজ্যের আঠাশটি জায়গার জন্য টোল প্লাজা খুলতে চেয়ে দরপত্র হেঁকেছে। এগুলি হল:
চণ্ডিতলা- শিয়াখালা-চাঁপাডাঙা রোডসপ্তগ্রাম-ত্রিবেণী-কালনা-কাটোয়া রোডডানকুনি-চন্দননগর মোগরা রোডবর্ধমান-আরামবাগ রোডবিষ্ণুপুর-কোতলপুর-আরামবাগ রোডবনগাঁ-চাকদা রোডবরজোরা-মালিয়ারা-দুর্লভপুর রোডবাঁকুড়া-দুর্গাপুর রোডবাঁকুড়া-সালতোরা রোডপুরুলিয়া-রাঁচি রোডবাঁকুড়া-পুরুলিয়া রোডমেদিনীপুর-কেশপুর-চন্দ্রকোণা টাউন রোডকলকাতা-বাসন্তী রোডবারাসত-বসিরহাট রোডদমদম-লাউহাটি-হারোয়া রোডঘোজাডাঙা-সংগ্রামপুর রোড
সাঁইথিয়া-সুলতানপুর-কান্দনি রোডআহমেদপুর-কীর্ণাহার-রামজীবনপুর রোডকৃষ্ণনগর-নবদ্বীপধাম রোডকাটোয়া-কালনা রোডচ্যাংড়াবান্দা-মাথাভাঙা রোডরায়গঞ্জ-কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রোডপতিরাম-ত্রিমোহিনী- হিলি রোডমন্তেশ্বর-দাঁইহাট রোডরামজীবনপুর-কেতুগ্রাম-কাটোয়া রোডপানাগড়-ইলমবাজার রোড

রাস্তা এবং উড়ালপুলের ক্ষেত্রে সম্ভাব্য টোল ট্যাক্সের বর্ণনা দেওয়া হল :

Toll plaza

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর