বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি ঈদ উপলক্ষ্যে আগামী ২, ৪ এবং ৫ মে পরীক্ষা না রাখার দাবি জানিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। এবার সেই দাবিকেই মেনে নিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। যার ফলে চলতি বছরের ঈদের আগে এবং পরের দু’দিন পরীক্ষা হবে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।
জানা গিয়েছে যে, তৃণমূল ছাত্র পরিষদের সংগঠনের যাদবপুর ইউনিটের সভাপতি সঞ্জীব প্রামাণিক উপাচার্যকে ই–মেল মারফত ঈদের আগে এবং পরে পরীক্ষা না রাখার দাবি জানিয়েছিলেন। উপাচার্য সেই দাবিই মেনে নিয়েছেন। পাশাপাশি, রবিবার তৃণমূল ছাত্র পরিষদের সংগঠনকে তিনি জানিয়েছেন যে, সমস্ত বিভাগীয় প্রধানদের ওই তিনদিন পরীক্ষা না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এমতাবস্থায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঈদ উপলক্ষ্যে পরীক্ষা না রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই।
প্রসঙ্গত উল্লেখ্য, ঈদের এই বিশেষ দিনটি মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, সমগ্র রাজ্যজুড়েই মহাসমারোহে পালিত হয় এই দিন। এক মাসের রোজা শেষ করে যখন মুসলমানরা চাঁদের দেখা পান স্বাভাবিকভাবেই খুশিতে মেতে ওঠেন তাঁরা।
শুধু তাই নয়, নতুন পোশাক পরার পাশাপাশি সুস্বাদু খাবার খেয়ে এই খুশির দিনটি পালন করেন তাঁরা। অপরদিকে, ৩ মে ঈদের পাশাপাশি পালিত হবে শুভ অক্ষয় তৃতীয়া। বাংলায় এই উৎসবটিও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালিত হয়ে আসছে বছরের পর বছর।
প্রতি বছরে বৈশাখ মাসের শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়ার তিথিটি উদযাপন করা হয়। সেই রেশ বজায় রেখেই চলতি বছরের ১৯ বৈশাখ পড়েছে অক্ষয় তৃতীয়া। শুধু তাই নয়, এবারের অক্ষয় তৃতীয়া জ্যোতিষশাস্ত্র অনুযায়ীও বিশেষ গুরুত্ব বহন করছে। জানা গিয়েছে যে, এবার দীর্ঘ ৫০ বছর পর দু’টি গ্রহ উচ্চ রাশিতে অবস্থান করবে।
এদিকে, প্রতিবারের মতো এবারও রাজ্যের তরফে সরকারি কর্মচারীদের দেওয়া হবে উৎসব ভাতা বা অ্যাডহক বোনাস। ইতিমধ্যেই এই বিষয়ে নবান্ন থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। জানা গিয়েছে যে, সর্বনিম্ন ৪,৮০০ টাকা থেকে সর্বোচ্চ ১৪ হাজার টাকা পর্যন্ত উৎসব ভাতা দেওয়া হবে কর্মচারীদের।
পাশাপাশি, যাঁদের বেতন ৩৭ হাজার টাকার কম, তাঁরাও উৎসব বোনাস বাবদ পাবেন সর্বোচ্চ ৪,৮০০ টাকা। তবে শুধু কর্মচারীরাই নন, পাশাপাশি, পেনশনভোগীদের জন্যও রয়েছে সুখবর। তাঁদের জন্য এককালীন ২,৭০০ টাকার ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে যাঁরা ৩২ হাজার টাকার নিচে পেনশন পান কেবলমাত্র তাঁরাই পাবেন এই সুবিধা।