বাংলাহান্ট ডেস্ক : ভারতের পরিবহন ক্ষেত্রের মেরুদন্ড বলা হয় রেলকে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই রেলের মাধ্যমে যাতায়াত করে থাকেন। রেলের পথ চলা শুরু হয়েছিল ব্রিটিশ আমলে। তারপর ধীরে ধীরে বদলেছে ভারতীয় রেলের (Indian Railways) পরিকাঠামো। শাখা-প্রশাখা বিস্তারের সাথে সাথে যাত্রীদের স্বাচ্ছন্দের কথা মাথায় রেখেছে রেল।
সময়ের সাথে তাল মিলিয়ে বিভিন্ন ধরনের পরিষেবা শুরু করা হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে। বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে সূচনা হয়েছে নতুন যুগের। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত এক্সপ্রেস প্রথম থেকেই উন্মাদনার তুঙ্গে। দ্রুতগতির এই ট্রেনে রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। তাই এই ট্রেন ভারতের অন্যান্য ট্রেনকে সহজেই পিছনে ফেলে দিয়েছে।
এই আবহে রেলমন্ত্রী দুদিন আগে নতুন রঙের বন্দে ভারতের ছবি পোস্ট করেন সমাজমাধ্যমে। সেই ছবিতে দেখা যাচ্ছে নতুন রঙে রাঙিয়ে তোলা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসকে। নীল-সাদার পরিবর্তে নতুন বন্দে ভারত এক্সপ্রেসের রং গেরুয়া-সাদায় রূপান্তরিত করা হয়েছে। নতুন রংয়ের এই বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই অনেকের নজর কেড়েছে।
একই সাথে রেলমন্ত্রী জানিয়েছেন নতুন এই ট্রেন কবে থেকে পথচলা শুরু করবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চালিয়েছেন, নতুন দুটি ভার্সানের বন্দে ভারত এক্সপ্রেস ট্র্যাকে নামবে ২০২৩-২৪ অর্থবর্ষের শেষের দিকে। এগুলির মধ্যে থাকবে বন্দে ভারত স্লিপার। রেলের পরিকল্পনা অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে নতুন রঙের বন্দে ভারত নামতে পারে ট্র্যাকে।