৩ বছর আগে আজকের দিনেই দেশের জার্সিকে বিদায় দিয়েছিলেন! ভারতীয় দলে ধোনির অভাব কি মিটেছে?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ শুধুমাত্র ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস (Independence Day) নয়, আজকের দিনেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাঁদিয়ে দেশের জার্সিকে সম্পূর্ণরূপে বিদায় জানিয়েছিলেন দেশের সবচেয়ে সফল ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। রাঁচির মত ছোট্ট জায়গা থেকে উঠে আসা এবং তারপর ভারত সহ বিশ্ব ক্রিকেটকে শাসন করার এক অভূতপূর্ব অধ্যায়ের সমাপ্তি ঘটেছিল এই বিশেষ দিনে ২০২০ সালের সন্ধ্যা ৭.৩০ নাগাদ।

অবশ্য ধোনি শুধুমাত্র একা নন, এই একই সময়ে ভারতকে ২০১১ ওডিআই বিশ্বকাপ জেতানোর অন্যতম বড় কারিগর সুরেশ রায়নাও তার দাদা স্বরূপ ধোনির পদাঙ্ক অনুসরণ করে ভারতীয় দলের জার্সিকে বিদায় জানিয়েছিলেন। করোনা বিধ্বস্ত বছরে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে ওই দুটি ঘটনা যেন ছিল নক্ষত্র পতনের সমান।

dhoniraina200319

কিন্তু ধোনি বা রায়নার অভাবকে ভারতীয় দলে আজও পূরণ করা গিয়েছে। দুজনের ক্ষেত্রেই উত্তরটা হবে না। কঠিন পরিস্থিতি থেকে ভারতকে একাধিক ম্যাচ জিতিয়েছিল তাদের ব্যাটিং জুটি। কিন্তু বর্তমানে তেমন ঠান্ডা মাথার এবং প্রয়োজনে ব্যাট হাতে আগ্রাসন দেখানোর মতো দুই তারকার অভাব অন্তত ওডিআই ফরম্যাটে তীব্রভাবে অনুভব করছে ভারতীয় দল।

আরও পড়ুন: আচমকা রাঁচির রাস্তায় মারাত্মক বিপদে ধোনি! অল্পের জন্য ভয়াবহ ঘটনা এড়ালেন ক্যাপ্টেন কুল

ধোনি ২০১৬ সালে নিজের অধিনায়কত্বের দায়িত্ব পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন। কিন্তু তারপরেও তিনি যতদিন দলে ছিলেন, ততদিন দলের তরুণ ক্রিকেটারদের কাছে অন্যতম বড় ভরসার জায়গা ছিলেন মাহি। বিরাট কোহলির নেতৃত্বে দলে জায়গা পাওয়া বেশ কিছু ক্রিকেটার সেই সময় ধোনির পরামর্শকে কাজে লাগিয়ে সাফল্যের শিখর ছুঁয়েছিলেন। ধোনির ভারতীয় দল থেকে অবসর নেওয়ার পর তাদের অনেকেই বেশ কিছুটা সমস্যার মুখোমুখি হয়েছেন নিজেদেরকে জাতীয় দলের জার্সিতে ধরে রাখতে।

আরও পড়ুন: ধোনির এই বিশেষ চাল নকল করতে গিয়ে মুখ পোড়ালেন হার্দিক! ফিরলো ২৬ বছরের পুরোনো লজ্জা

সবচেয়ে বড় কথা হলো ধোনি অধিনায়ক হিসেবে সরে যাওয়ার পর থেকে ভারত বড় মঞ্চে দাপট দেখাতে ভুলে গিয়েছে। ২০১৩ সালে শেষ যে আইসিসি ট্রফি ভারত জিতেছিল তা এসেছিল ধোনির হাত ধরেই। ভারতের তিনটি আইসিসি ট্রফির ক্ষেত্রেই তার ব্যাট না হলেও, মগজাস্ত্র অত্যন্ত কার্যকরী প্রমাণিত হয়েছিল। সেই মগজাস্ত্রের অভাবে এখন প্রবল ভাবে ভুগছে বর্তমান ভারতীয় দল। তবে জাতীয় দলের জার্সিতে না খেললেও এখনো আইপিএলে হলুদ জার্সিতে তাকে মাঠে দেখতে পাচ্ছিলেন ক্রিকেটপ্রেমীরা। আগামী বছর থেকে তেমনটাও আর হবে কিনা সেই নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর