বাংলা হান্ট ডেস্ক: ৫ নভেম্বর ২০২৫-এ বিরাট কোহলি ৩৭ বছর বয়সে পা দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ১৯৮৮ সালের ৫ নভেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করা কোহলি আজ বিশ্বের ক্রীড়া দুনিয়ার অন্যতম জনপ্রিয় মুখ হিসেবে বিবেচিত হন। শুধু তাই নয়, ভারতের কিংবদন্তি ব্যাটারদের তালিকাতেও একদম প্রথমসারিতে রয়েছেন বিরাট। এমতাবস্থায়, জন্মদিনের আবহে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন কোহলি। এদিকে, কোহলির জন্মদিন উপলক্ষ্যে এই বিশেষ প্রতিবেদনে আমরা উপস্থাপিত করছি কোহলির এমন ২২ টি রেকর্ড যা তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দাপটের সঙ্গে তৈরি করেছেন।
জন্মদিনের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন বিরাট কোহলি (Virat Kohli):
আন্তর্জাতিক অভিষেকের পর থেকে এই ২২ টি ক্ষেত্রে বিরাট কোহলি প্রথম স্থানে: প্রথমেই জানিয়ে রাখি যে, ২০০৮ সালের অগাস্টে, শ্রীলঙ্কার ডাম্বুলায় বিরাট কোহলির আন্তর্জাতিক কেরিয়ারের সূচনা হয়। তখন কোহলির (Virat Kohli) বয়স ছিল মাত্র ২০ বছর। আমরা কোহলির যে ২২ টি অর্জনের প্রসঙ্গে জানাবো সেগুলি কোহলি কেবল আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরই অর্জন করেননি, বরং ওই রেকর্ডগুলির মাধ্যমে বিশ্বের অন্যান্য খেলোয়াড়দেরও টেক্কা দিয়েছেন তিনি।

আন্তর্জাতিক অভিষেকের পর বিরাটের ২২ টি অর্জন:
১. বিরাট কোহলিরও সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি রয়েছে (৭ টি)
২. বিরাট কোহলি (Virat Kohli) সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন (৮২) টি
৩. বিরাট সবচেয়ে বেশিবার (৬৯ বার) ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার জিতেছেন
৪. বিরাট কোহলি তাঁর আন্তর্জাতিক অভিষেকের পর থেকে ৩,০৩৪ টি বাউন্ডারি হাঁকিয়েছেন
৫. তিনি ICC টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করেছেন (৩৯৫৪)
৬. কোহলি সবচেয়ে বেশিবার (২১ বার) প্লেয়ার অফ দ্যা সিরিজের পুরস্কার জিতেছেন
৭. তিনি ICC টুর্নামেন্টে সবচেয়ে বেশি (৩৯ বার) পঞ্চাশের বেশি রান করেছেন
৮. ICC টুর্নামেন্টে কোহলি (Virat Kohli) সর্বাধিক (১৫ বার) প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন
৯. বিরাট কোহলির সবচেয়ে বেশি (১০) ICC অ্যাওয়ার্ড রয়েছে
১০. ICC টুর্নামেন্টে কোহলি সর্বাধিক (৩ বার) প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন।
১১. ICC টুর্নামেন্টের সেমিফাইনালে সবচেয়ে বেশি রান (৫৮৬) করা ব্যাটার হলেন কোহলি
১২. কোহলি ICC টুর্নামেন্টের সেমিফাইনালে সবচেয়ে বেশি ফিফটি প্লাস (৭ বার) রান করা ব্যাটার
১৩. তিনি ICC টুর্নামেন্ট ফাইনালে সবচেয়ে বেশি রান করেছেন (৪১১)
১৪. কোহলি অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করেছেন (১২,৮৮৩)
১৫. অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি দ্বিশতরানের রেকর্ডও কোহলির দখলে (৭ টি)
১৬. বিরাট কোহলি অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি (৪১) সেঞ্চুরি করেছেন
১৭. আন্তর্জাতিক অভিষেকের পর থেকে সর্বাধিক রানের রেকর্ড বিরাট কোহলির (Virat Kohli) দখলে রয়েছে (২৭,৬৭৩ রান)।
আরও পড়ুন: এ কোন বাংলাদেশ! গান শরীরচর্চা সবই ‘ইসলামবিরোধী’, নিদান দিয়ে বন্ধ শিক্ষক নিয়োগ
১৮. তিনি সবচেয়ে বেশি আন্তর্জাতিক হাফ-সেঞ্চুরি করেছেন (১৪৪ টি)
১৯. অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি (২৭ টি) প্লেয়ার অব দ্যা ম্যাচ পাওয়ার রেকর্ড বিরাটের দখলেই রয়েছে
২০. অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি (১২ টি) প্লেয়ার অফ দ্যা সিরিজের পাওয়ার রেকর্ডও বিরাটের কাছে রয়েছে
২১. জয়ের নিরিখে তিনি ১৮,১৭২ টি আন্তর্জাতিক জয়ের রেকর্ড গড়েছেন
২২ বিরাট কোহলি (Virat Kohli) ৫৮ টি জয়সূচক সেঞ্চুরি করেছেন। এটিও একটি বিশেষ রেকর্ড













