রোলার চুরিতে অভিযুক্ত, সেই কাশ্মীরি বোলারই রঞ্জি ট্রফিতে ১০ উইকেট নিয়ে জেতাল দলকে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পারভেজ রসুলের অসাধারণ বোলিংয়ের দৌলতে রঞ্জি ট্রফিতে জয় দিয়ে শুরু করেছে জম্মু-কাশ্মীর। দলটি গতকাল রঞ্জি ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে পন্ডিচেরিকে ৮ উইকেটে পরাজিত করে। সেই জয়ের সময় অফ-স্পিনার পারভেজ রসুল ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। যারা আইপিএল গোড়া থেকে তাদের কাছে এই নামটি অপরিচিত নয়। জম্বু-কাশ্মীরের এই স্পিনার আগে পুনে ওয়ারিয়ার্সের হয়ে আইপিএল খেলেছেন।

যদিও অতীতে জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং রসুলের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ এনেছিল। রাসুলের বিরুদ্ধে রোলার চুরির অভিযোগ এনেছিল সেই ক্রিকেট সংস্থা। এরপর বিসিসিআই-কে এই ব্যাপারে হস্তক্ষেপ করতে বলেন রসুল। কিছু পরে বিষয়টি মিটে যায়।

   

p rasool

রবিবার ম্যাচের চতুর্থ ও শেষ দিনে দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৪ রান করে পুদুচেরির দল আউট হয়ে যায়। তাদের কোনো ব্যাটসম্যানই চমক দেখাতে পারেননি। সর্বোচ্চ ৩৭ রান করেন সাগর ত্রিবেদী। ৩৩ বছর বয়সী পারভেজ রসুল ১৯.৫ ওভার হাত ঘুরিয়ে ২৯ রানে ৬ উইকেট নেন। এর আগে প্রথম ইনিংসেও ৪টি উইকেট নিয়েছিলেন তিনি। পন্ডিচেরি প্রথম ইনিংসে ৩৪৩ রান করেছিল। তার আগে জম্মু কাশ্মীর ৪২৬ রান বোর্ডে তুলেছিল।

প্রথম শ্রেণির ক্রিকেটে পারভেজ রসুলের পারফরম্যান্স দুর্দান্ত। তিনি ৮৩ ম্যাচের ১৩৩ ইনিংসে বল করে ২৯ গড়ে ২৭৬ উইকেট নিয়েছেন। তার সেরা পারফরম্যান্স ৮৫ রানে ৮ উইকেট। তিনি ১৮ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। ব্যাট হাতেও রসুল দুর্দান্ত ১৪৩ ইনিংসে ৩৮ গড়ে ৪৮৩৮ রান করেছেন তিনি। তিনি ১২ টি শতরান এবং ২০ টি অর্ধশতরানও করেছেন ঘরোয়া ক্রিকেটে। তিনি ভারতীয় দলের হয়ে একটি ওডিআই এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর