বাংলা হান্ট ডেস্ক : বাংলা ধারাবাহিক এবং টলিউডের একজন জনপ্রিয় নায়িকা ঐন্দ্রিলা সেন (Oindrla Sen)। তিনি বাংলা সিরিয়াল ফাগুন বৌ থেকে নিজের পরিচিতি লাভ করেছেন। যদিও আমরা তার অভিনয়ের থেকেও বেশি অঙ্কুশ (Ankush Hazra) আর তার বন্ধুত্বের সম্পর্কের দিক দিয়ে তাকে বেশি চিনি। সোশ্যাল মিডিয়াতে তাদের খুনসুটি ভিডিও প্রায়ই ভাইরাল (Viral) হয়ে থাকে।
এবারে ঐন্দ্রিলা ইন্সটাতে (Instagram) একটি নতুন ছবি পোস্ট করেছেন। যা দেখে নেটিজেনেরা তাকে নিয়ে সমালোচনা করেছেন। ইদানীং অভিনেত্রী তার শরীর নিয়ে ট্রোলের (Troll) শিকার হয়েছেন। ইন্সটাতে পোস্ট করা সেই ছবি দেখে অনেকে যেমন অবাক হয়েছেন, তেমনি অনেকে তার এই চেহারা দেখে প্রশংসাও করেছেন।
নেটিজেনদের মতে, ঐন্দ্রিলা নিজের ওজন তো কমিয়েছে। কিন্তু তার এই চেহারা দেখে তাকে যেন অসুস্থ রুগী লাগছে। আর এই ছবি দেখেই বডি শেমিংয়ের (Body Shaming) মুখে পড়তে হল অভিনেত্রী ঐন্দ্রিলা সেন-কে। তিনি এই ছবিটির মধ্যে পরে ছিলেন, বেগুনি রঙের একটি পোশাক। সেটি ছিল আসলে একটি নাইট-স্যুট।
তার ছবি দেখে অনেকেই নিজের মতামত রেখেছেন, একজন বলেছেন, ‘ইসসস, এটা কে! কী বাজে লাগছে। এটা না বলে আর থাকা গেলো না’। আরেকজন বলেছেন, ‘অসুস্থ রুগীর মতন লাগছে একেবারে’। আরেক ব্যক্তি বলেন, ‘ও আগেই দেখতে ভালো ছিল, যত দিন যাচ্ছে নিজের ওজন ততই কমাচ্ছে। তাই মুখটা আর কেমন জানি ভালো লাগছে না’।
যদিও কথায় আছে ‘মানুষের বলার কাজ, মানুষ তো নানান কথা বলবেই’ এটাই স্বাভাবিক তাই না। তবে অবশ্য এইসব ট্রোল, সমালোচনা নিয়ে অভিনেত্রীর তেমন কিছু আসে যায় না। তাই এই নেটিজেনদের জবাব দিয়ে অভিনেত্রী বললেন, ‘আমার শরীর তাই সেটা আমার ব্যাপার। তাই ওজন কমালে আমাকে কেমন দেখতে লাগবে সেটা সম্পূর্ণ আমার বিষয়। তাই আমি লোকের কথায় তেমনিভাবে কোনও কান দীনা’।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার