আবারও খুন বিজেপি নেতা, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে করা হল হত্যা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ মঙ্গলবার ঝাড়খণ্ডের (Jharkhand) জামশেদপুরের বিরসনগর থানা এলাকার একটি হাসপাতালের কাছে বিজেপি নেতা, অ্যাডভোকেট প্রকাশ যাদবকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রকাশ যাদব সম্প্রতি ঝাড়খণ্ড বিকাশ মোর্চা ছেড়ে অভয় সিংয়ের সাথে বিজেপিতে যোগ দিয়েছিলেন বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, মঙ্গলবার রাত এগারোটার দিকে তিন জন ব্যক্তি  প্রকাশ যাদবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তারপর তার সঙ্গে কথা বলতে বলতে তার হরি মন্দির প্ল্যাটফর্মে নিয়ে যায়।

জানা গিয়েছে, বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে প্রকাশ যাদবকে নির্মমভাবে হত্যা করেন তারা। পরিবারের মতে, বন্ধুরা তাকে ডেকে ডেকেছিল, এবং বীরনগর হরি মন্দিরের কাছে, সাত থেকে আট জন তাকে কুড়াল, তরোয়াল ও ছুরি দিয়ে আক্রমণ করে এবং শ্বাসরোধ করে হত্যা করার ফলে ঘটনাস্থলেই মারা যান তিনি। অপরাধীরা ছুরি দিয়ে বিজেপি নেতার উপরে অসংখ্য আঘাত করেছিল।

সিটি এসপি সুভাষ চন্দ্র জাট, সিটি ডিএসপি অনুদীপ সিং, টেলকো থানার ইনচার্জ-সহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছিলেন। পরে লোকেরা অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেয় এবং পুলিশকে দেহ তুলতে বাধা দেয়। তারপরে গ্রেপ্তারের আশ্বাসের পরে দেহটি তোলা হয়।

সিটি এসপি সুভাষ চন্দ্র জাট জানান, ঘটনার সাথে জড়িত লোকদের শনাক্ত করা হচ্ছে। অপরাধে জড়িত যে কোনও অভিযুক্তকে বাঁচানো হবে না।

অমূল্য কর্মকারকে বিধায়ক সারিউ রাইয়ের ঘনিষ্ঠ হিসাবে বিবেচনা করা হয়, যিনি বীরসনগর ভারতীয় জন মোর্চারও সভাপতি। নিহত প্রকাশ যাদবের স্ত্রী চাঁদনী দেবী জানান যে, তিনি কাউকে দেখেননি। সবে বাইরে থেকে শব্দ এলো এবং আলো চলে গেল। তারপরে তাকে খুন করা হয়।

মৃতের দুটি ছেলে রয়েছে। বড় ছেলের বয়স পাঁচ বছর এবং ছোট ছেলের এক বছর বয়স। এছাড়াও একটি তিন বছরের কন্যা সন্তানও  রয়েছে।

সম্পর্কিত খবর

X