সিভিক ভলান্টিয়ার থেকে রাতারাতি শান্তনুর সংস্থার ডিরেক্টর! এবার সেই নিলয় গেলেন ED দফতরে

বাংলা হান্ট ডেস্কঃ বলাগড়ে নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) অভিযুক্ত শান্তনুর (Shantanu Banerjee) রিসর্টে নিয়ে গিয়ে জিজ্ঞেসাবাদ করা হয়েছিল নিলয় মালিককে (Niloy Malik)। বুধবার সেই নিলয় হাজির হলেন সল্টলেকে ইডির (ED) দফতরে। জানা গিয়েছে, শান্তনু ঘনিষ্ঠ নিলয়ের সঙ্গে পূর্বে কথা হলেও তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠান ইডি আধিকারিকরা।

জানা গিয়েছে, পেশায় সিভিক পুলিশ ছিলেন এই নিলয়। তারপর সেই থেকে ধৃত শান্তনু বন্দোপাধ্যায়ের প্রোমোটিং সংস্থার ডিরেক্টর হয়ে উঠেছিলেন তিনি। সূত্রের খবর, সেই সংস্থার অংশীদার ছিলেন শান্তনুর স্ত্রী। তবে ২০২১ সালে হঠাৎই শান্তনুর স্ত্রীর সেই সংস্থা থেকে নাম সরে যায় নিলয় মালিকের।

সূত্রের খবর শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা বন্দোপাধ্যায়ের সংস্থায় ডিরেক্টর থাকাকালীন তার কাছে যে সকল নথি ছিল সেসব নিয়ে নিলয়কে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল ইডি। বুধবার সেই নথি নিয়েই নিলয় ইডি দফতরে পৌঁছেছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, শান্তনু গ্রেফতারির পর গত ১৮ মার্চ বলাগড়ে তার রিসর্টে নিলয় ও বিশ্বরূপ প্রামাণিককে ডেকে জিজ্ঞাসাবাদ করে ইডি।

ইডি সূত্রে দাবি, এই নিলয়ের সঙ্গে সুসম্পর্ক ছিল শান্তনু ও তার পরিবারের। সেই থেকেই শান্তনু তার স্ত্রীর সংস্থার অন্যতম অংশীদার করেন এই নিলয়কে। শুধু তাই নয়, ইডি সূত্রে খবর এই নিলয়ের নামে গাড়ি থেকে শুরু করে একাধিক সম্পত্তিও কিনেছিলেন শান্তনু। এইসব তথ্যের ভিত্তিতেই ফের তলব করা হয় নিলয়কে।

ed

যদিও ইডির কাছে নিলয় দাবি করে বহুদিন থেকে শান্তনু ও তার পরিবারের যোগাযোগ নেই তার। পূর্বে সম্পর্ক থাকলেও দেড় বছর ধরে ধাবার ব্যবসাকে কেন্দ্র করে তাদের মধ্যে তিক্ততা তৈরি হয়। কারণ হিসেবে নিলয় বলেন শান্তনু ও তার দুজনেরই ধাবা রয়েছে। পাশাপাশি কিছুদিন আগে পর্যন্তও নিয়য় সিভিক পুলিশের চাকরি করতেন বলে ইডিকে জানিয়েছেন। এবার এই নিলয়কে জিজ্ঞাসাবাদ করে কোন নতুন তথ্য সামনে আসে সেটাই দেখার বিষয়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর