বাংলাহন্ট ডেস্ক: বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির সফলতম অভিনেত্রীদের মধ্যে অন্যতম স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। শুধু বাংলা নয়, হিন্দি ছবিতেও নিজের প্রতিভা দেখিয়েছেন তিনি। তাঁর আবেদন এখনো একই রকম ভাবে টানে অনুরাগীদের। তেমনি স্পষ্টবাদিতার জন্য নিন্দুকও কম নেই স্বস্তিকার। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন দীর্ঘদিন পর্যন্ত চর্চার বিষয় হয়ে থেকেছে।
মাত্র ১৮ বছর বয়সে গায়ক প্রমিত সেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন স্বস্তিকা। কিন্তু সে বিয়ে সুখের হয়নি। বিয়ের দু বছর পরেই আলাদা হয়ে যান তাঁরা। মেয়ে অন্বেষা স্বস্তিকার চোখের মণি। কয়েক বছর আগে জনপ্রিয় নন ফিকশন শো ‘অপুর সংসার’এ এসে সিঙ্গল মাদার হওয়ার কঠিন দিকগুলো তুলে ধরেছিলেন অভিনেত্রী। ভিডিওটি নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় স্বস্তিকাকে প্রশ্ন করেছিলেন, আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছা আছে তাঁর? সঙ্গে সঙ্গে অভিনেত্রী উত্তর দেন, না। আগের বিয়েটার থেকেই আইনত বেরোতে পারছেন না। সে সময় স্বস্তিকা বলেছিলেন, সতেরো বছর ধরে একটা লড়াইয়ের পর আবার আরেকটার মধ্যে ঢোকা। তার উপর হয়তো পরে তাঁর মনে হতে পারে, থাকতে ইচ্ছা করছে না। তাই এত আইনি ঝামেলায় জড়াতেই চান না স্বস্তিকা।
শাশ্বত এরপরে জিজ্ঞাসা করেন, একা সন্তানের অভিভাবক হওয়া কতটা কঠিন? স্বস্তিকা উত্তরে বলেন, এখন বিষয়টা আইনি দিক থেকে অনেকটাই সহজ হয়ে গিয়েছে। কিন্তু ষোলো সতেরো বছর আগে পরিস্থিতিটা একেবারেই এমন ছিল না। বিশেষ করে মেয়েকে স্কুলে ভর্তি করতে গিয়ে রীতিমতো হয়রানির শিকার হয়েছিলেন অভিনেত্রী।
স্বস্তিকা জানিয়েছিলেন, সে সময়ে কলকাতার একাধিক নামী স্কুলে মেয়েকে ভর্তি করাতে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল থাকে। কারণ, বাবার অনুপস্থিতি। সন্তানের স্কুলে ভর্তি হওয়ার জন্য বাবা মা দুজনকেই উপস্থিত থাকা তখন বাধ্যতামূলক ছিল। পরে নিজের বাবা সন্তু মুখোপাধ্যায়কেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন স্বস্তিকা। তখন শুনতে হয়েছিল, আগামী বছর চেষ্টা করবেন। কিন্তু আগামী বছরও হয়নি।
শো তে এসে স্বস্তিকা আরো জানিয়েছিলেন, তিনি যদি অভিনেত্রী না হতেন, তাহলে হয়তো গৃহবধূ হতেন বা পড়াশোনা নিয়ে এগোতেন। পিএইচডি, এমফিল করার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু অভিনয় ইন্ডাস্ট্রি পা রাখেন স্বস্তিকা। কিন্তু তিনি জানিয়েছিলেন, মেয়ে অন্বেষা তাঁয মতো অভিনয়ে আসুক সেটা তিনি চান না। কারণ নিজে যে পরিস্থিতি গুলোর সম্মুখীন হয়েছেন সেগুলোর মধ্যে মেয়েকে টানতে চাননি স্বস্তিকা।