সুপ্রিম নির্দেশের পর ছাড়পত্র, বাংলায় চালু ‘এক দেশ এক রেশন কার্ড” কী সুবিধা পাবেন, রইল বিস্তারিত

বাংলা হান্ট ডেস্কঃ দেশের শীর্ষ আদালতের নির্দেশ মেনেই এক মাসের মাথায় বাংলাতেও চালু হল ‘একদেশ এক রেশন কার্ড’ ব্যবস্থা। আজ আর্থাৎ শুক্রবারই নবান্নের তরফে নির্দেশিকা জারি করে একথা জানিয়ে দেওয়া হয়েছে। সেইসাথে রাজ্য সরকারের এই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, পরিযায়ী শ্রমিকরা এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে,তাঁদের যাতে কোনো খাদ্যাভাব না হয় সে কথা মাথায় রেখেই এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।

উল্লেখ্য ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে ‘এক দেশ এক রেশন কার্ড’ চালু করা হলেও পশ্চিমবঙ্গে তা আটকে ছিল। কারণ হিসাবে এতদিন রাজ্য সরকারের যুক্তি ছিল এতে রাজ্যের উপর বাড়তি চাপ বাড়বে। তবে রাজ্যের সেই দাবি উড়িয়ে গতমাসের শেষের দিকে অর্থাৎ ২৯ জুন সুপ্রিমকোর্ট শীর্ষ আদালতের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল,’এক বা একাধিক সমস্যা দেখানো যাবে না। এটা পরিযায়ী শ্রমিকদের জন্য করা হচ্ছে।”

আর এই নির্দেশের এক মাসের মাথায় আজ রাজ্যের তরফে এই ব্যাবস্থা কার্যকর করার নির্দেশিকা জারি করা হল। ওই নির্দেশিকায় জানানো হয়েছে, যাঁদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত রয়েছে, তাঁরা এখন থেকে দেশের যে কোনও কোণা থেকেই রেশন তুলতে পারবেন। এই উদ্যোগ সফল করতে ইতিমধ্যেই আধারের সঙ্গে রেশন কার্ড সংযুক্তিকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্রের খবর অগস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে এই সংযুক্তিকরণের কাজও শেষ হয়ে যাবে ।

তবে নির্দেশিকায় বলা হয়েছে,নতুন এই ব্যবস্থায় রেশন তোলার সময় আধার ভিত্তিক যে বায়োমেট্রিক ব্যবস্থা রয়েছে, তাতে আঙুলের ছাপ দিয়ে কার্ডের বিষয়ে সত্যতা প্রমাণ করতে হবে।এছাড়া এদিনের নির্দেশিকায় রেশন ডিলারদের উদ্দেশ্যেও বলা হয়েছে, ইপিওস অনলাইন পোর্টালে রেশন দোকানে সব লেনদেন অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়াও ভিন্ন রাজ্যের বাসিন্দারা যাতে রেশন কার্ডের মাধ্যমে আমাদের রাজ্য থেকে সঠিক পরিমাণ জিনিস পান, সেটিও হিসাব রাখতে হবে এই পোর্টালে। যাতে সরকারের কাছে এই বিষয়ে স্পষ্ট হিসাব থাকে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর