কেন্দ্র সরকার চালু করছে ‘এক দেশ এক রেশন কার্ড” ২০২০ এর ১ লা জুন থেকে হবে কার্যকারী

বাংলা হান্ট ডেস্কঃ এক দেশ এক রেশন কার্ড স্কিম ১ লা জুন ২০২০ থেকে গোটা দেশে লাগু হতে চলেছে। এক দেশ এক রেশন কার্ড স্কিমের সবথেকে লাভ বেশি তুলতে পারবে দৈনিক মজুর, শ্রমিক আর প্রবাসি মজুরেরা। সরকার এক দেশ এক রেশন কার্ড যোজনা গোটা দেশে লাগু করার আগে ২০১৯ এর আগস্ট মাস থেকে তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশ, গুজরাট আর মহারাষ্ট্রে পাইলট প্রোজেক্ট হিসেবে লাগু করেছিল।

সরকারের আশা অনুযায়ী, এই যোজনার মাধ্যমে ন্যশানাল ফুড সিকিউরিটি যোজনার মাধ্যমে অধিক ফসল আরও বেশি করে প্রয়োজনীয় মানুষদের কাছে পৌঁছান সম্ভব হবে। এই যোজনা অনুযায়ী, কোন লাভার্থী এক রেশন কার্ডের মাধ্যমে দেশের যেকোন ন্যায্য মুল্যের দোকান (ফেয়ার প্রাইস শপ) থেকে ন্যায্য মুল্যে দ্রব্য নিতে পারবে। যোজনার জন্য লভ্যার্থীদের বায়োম্যাট্রিক কার্ডের মাধ্যমে নথিভুক্ত করা হবে।


Koushik Dutta

সম্পর্কিত খবর