বাংলা হান্ট ডেস্কঃ ভারতের মতো দেশে আধ্যাত্মিকতা বড় সম্পদ দেশবাসীর জন্য । বিশ্বকে যে সমস্ত উপহার দিয়েছে ভারত, তার মধ্যে শ্রেষ্ঠ উপহার আধ্যাত্মিকতা,এমনটাই বললেন, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । তিনি বলেন, বেদ-বেদান্ত, তীর্থঙ্কর মহাবীর ও গৌতম বিদ্ধের শিক্ষা থেকে নানক ও কবিরের বাণি সেই প্রাচীনকাল থেকে আধ্যাত্মিক চিন্তাভাবনার প্রবাহ চলে আসছে এ দেশে । এর পরের প্রজন্মও স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধীরা আধুনিক বিশ্বে আধ্যাত্মিক বহু উদাহরণ ছড়িয়ে দিয়েছে । তাই ভারতে আধ্যাত্মিকতা নিংসন্দেহে এক বিশাল অমূল্য সম্পদ বলাই যায় । এদিনের ভাষণে একথাই তুলে ধরলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।
হায়দরাবাদের কাছে শ্রীরামচন্দ্র মিশনের কানহা শান্তি বানমের হেডকোয়াটার উদ্বোধন করতে গিয়ে বিশিষ্টদেপ সামনে নিজের বক্তৃতা পেশ করেন রাষ্ট্রপতি । তিনি বলেন, আধ্যাত্মিকতা ভারতের ঐতিহ্য । পরমার্থ ও পরোপকার এক অপরের সঙ্গে অঙ্গাগিকভাবে জড়িত । আমরা বিশ্ববাসী যাতে আনন্দে থাকে, খুশীতে থাকে তার প্রার্থণা করে থাকি ।
কোবিন্দ আরও বলেন, প্রায় ৪০,০০০ মানুষ এই কানহা শান্তিভানমের সঙ্গে যুক্ত রয়েছে বর্তমানে । এই ধ্যানকেন্দ্র গোটা বিশ্বের মধ্যে বৃহত্তম ধ্যানকেন্দ্র , যা ভারতে অবস্থিত । এই বছর কানহা শান্তিভানমের ৭৫ বছর পূর্তি হল । এ বছর নতুন হেডকোয়াটার্স বানানো হয়েছে এই ধ্যানকেন্দ্রের জন্য । কোবিন্দ উইস করেছে, যেন এই ধ্যানকেন্দ্র আরও ৭৫ বছর পেরিয়ে যেতে পারে । ১৫০ বছর পূর্ণ করে নজির গড়ে তোলে কানহা শান্তিভানম, এই কামনাই করেছে রাষ্ট্রপতি ।
এই আধুনিক দুনিয়াতেও কানহা শান্তিভানমের এতটাই জনপ্রিয়তা রয়েছে ভারতে এবং ভারতের বাইরে, যা সত্যিই প্রশংসনীয় । ব্যক্তিগত ও সামাজিক শ্রীবৃদ্ধি ঘটাতে সমর্থ হয় শ্রমী রামচন্দ্র মিশনের এই কানহা শান্তিভানম ।