শ্রমিকদের সাথে মারপিট করে গ্রেফতার এক ব্যাক্তি, আমাদের কর্মী নয়-দাবি বিজেপির

বাংলাহান্ট ডেস্কঃ পড়ে রইল রুটির টুকরো। ছেড়া জুতো। চেষ্টা করেও বাড়ি ফিরতে পারছেন না তাঁরা। সেই কবে থেকে লকডাউন। সঞ্চিত সামান্য অর্থ ফুরিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত দুশ্চিন্তায় দিন কাটছে লাখ লাখ শ্রমিকের। কেউ হেঁটে হাজার হাজার কিমি রাস্তা পেরিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করেছেন। রাস্তাতেই মর্মান্তিক পরিণতি হয়েছে অনেকের। কেউ আবার পরিবার নিয়ে সাইকেলে রওনা হয়েছেন বাড়ি ফিরবেন বলে। কিন্তু রাস্তায় পিষে দিয়েছে ট্রাক। বৃহস্পতিবার সকালে আরও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকেছে গোটা দেশ। ১৬ জন শ্রমিককে পিষে দিয়েছে মালগাড়ি। একই দিনে আরও এক মর্মান্তিক ঘটনা ঘটল গুজরাটে। সুরাতের এক বিজেপি (BJP) কর্মীর বিরুদ্ধে পরিযায়ী শ্রমিকদের বেধরক মারধরের অভিযোগ উঠেছে।

গুজরাটের সুরত নগরীতে শুক্রবার ঝাড়খণ্ড থেকে এক অভিবাসী শ্রমিককে নির্যাতনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। টিকিট বুক করার জন্য দুজনের মধ্যে লড়াই হয়েছিল। একই সঙ্গে কংগ্রেস দাবি করেছে যে অভিযুক্ত রাজেশ ভার্মা বিজেপি কর্মী তবে ক্ষমতাসীন দল এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। অভিযুক্তের অফিসের বাইরে যে ঘটনাটি ঘটেছিল তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

 

অভিযোগ, রাজেশ বর্মা( Rajesh Burma) নামের ওই বিজেপি কর্মী গুজরাত থেকে ঝাড়খণ্ডের ট্রেন ভাড়া বাবদ পরিযায়ী শ্রমিকদের থেকে এক লাখ ১৬ হাজার টাকা নেন। এমনিতেই তিনি তিন গুণ বেশি ভাড়া নিয়েছিলেন শ্রমিকদের থেকে। এর পর শ্রমিকরা তাঁর কাছে জানতে চান, কবে, কখন ট্রেন ছাড়বে। বেশি ভাড়া নেওয়ার জন্যও তর্কাতর্কি হয়। তখনই কাঠের তক্তা দিয়ে মেরে এক শ্রমিকের মাথা ফাটিয়ে দেন ওই বিজেপি কর্মী। রাজেশ ও তাঁর সাঙ্গ—পাঙ্গরা বাসুদেব বর্মা নামে ওই শ্রমিককে মেরে রক্তাক্ত করেন। আরও কয়েকজন শ্রমিকের উপরও হামলা করা হয় বলে অভিযোগ। আক্রান্ত শ্রমিক বাসুদেব বর্মার একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন গুজরাত কংগ্রেসের এক নেতা। বাসুদেব রক্তাক্ত অবস্থায় বসে রয়েছেন। তিনি বলেছেন, আমরা ওর কাছে টিকিট আনতে গিয়েছিলাম। তখন ও বলে টিকিট দেব না। যা পারিস করে নে। তার পরই আমাদের উপর হামলা করে। ইট, কাঠের তক্তা দিয়ে আমাদের মারে।

hqdefault 11

সুরাতের বিজেপি দফতর থেকে অবশ্য জানানো হয়েছে, রাজেশ বর্মার সঙ্গে তাদের পার্টির কোনও সম্পর্ক নেই। তবে মনোজ বর্মার ফেসবুক অ্যাকাউন্টে লেখা রয়েছে তিনি বিজেপি কর্মী। এমনকী বিজেপির প্রথম সারির কয়েকজন নেতার সঙ্গে তাঁর ছবিও রয়েছে। রাজেশ বর্মার নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

সম্পর্কিত খবর