বাংলাহান্ট ডেস্কঃ আচমকাই সুখের নিন্দ্রায় ভয়ের সঞ্চার ঘটাল ভূমিধস (Landslides)। গভীর রাত, নিশ্চিন্তে ঘুমাচ্ছেন পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল (Andal) থানার জামবাদ এলাকাবাসী। হুড়মুড়িয়ে জেগে উঠল বিকট শব্দে। দেখা গেল এক মুহূর্তের ভূমিধসে মাটির নীচে তলিয়ে গেছে গোটা একটি বাড়ি। খুঁজে পাওয়া যাচ্ছে না এক মহিলাকেও।
ঘটনার পরই হইচই পড়ে যায় গোটা এলাকা জুড়ে। আতঙ্কিত মানুষজন খবর দেয় স্থানীয় প্রশাসনকে। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। চলছে উদ্ধার কাজ। ঘটনার প্রতিবাদে পথ অবরোধও শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।
গভীর রাতে ভূমিধস
শুক্রবার রাত ২ টো নাগাদ প্রায় এক হাজার বর্গফুটের বেশি জায়গাজুড়ে ধস নামে পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার জামবাদ এলাকায়। প্রায় ৫০-৬০ ফুট গভীর গর্তে ক্ষতিগ্রস্থ হয় প্রায় ১৫ টিরও বেশি বাড়ি। খোঁজ করতে গিয়ে দেখা যায় নিখোঁজ শেখ শাহানাজ বানু নামে এক মহিলাও। ঘটনার পর তাঁকে খুঁজে না পাওয়ায় তল্লাশি চালানো হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ
এলাকাবাসীর তৎপরতায় পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন এসে উদ্ধার কার্য চালাচ্ছে। তবে বাসিন্দাদের অভিযোগ ইসিএলের আধিকারিকদের উপর। তাঁদের অসতর্কতায় আজকে তাঁদের এই পরিণতি বলেও অভিযোগ করছেন তারা। ঘটনাস্থল পরিদর্শনে এসে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি এসে বলেন, ”ইসিএল শুধুমাত্র নিজেদের কয়লা উত্তোলনের কথাই ভাবে। সাধারণ মানুষের কথা তারা একদমই চিন্তা করেন না। বাসিন্দাদের প্রতি তাদের কোনও দায়বদ্ধতা নেই। মানুষ মারা গেলেও, তাঁদের কিছু যায় আসে না। গত ২ বছর ধরে পুনর্বাসনের কথা বললেও, এখনও অবধি কোন ঘর মেলেনি বাসিন্দাদের”।