পার্কিং-এর ভাড়া চাওয়ায় দরজায় প্রস্রাব করেছেন, ABVP-এর সভাপতির উপর গুরুতর অভিযোগ এক মহিলার

বাংলাহান্ট ডেস্কঃ অখিল ভারতীয় ছাত্র পরিষদের (ABVP) সভাপতি ডাঃ এস সুব্বেয়া শানমুগমের (Dr Subbiah Shanmugam) বিরুদ্ধে উঠল এক অপ্রীতিকর অভিযোগ। যার জেরে চলছে পুলিশি তদন্ত। কিলপাউক মেডিকেল কলেজের একজন অধ্যাপক হলেন ডাঃ এস সুব্বেয়া শানমুগম।

পার্কিং-এর ভাড়া দিত না সুব্বেয়া, অভিযোগ
অ্যাপার্টমেন্টে গাড়ি পার্কিং জনিত বিষয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন সুব্বেয়া। একই অ্যাপার্টমেন্টে বসবাসকারী এক ৬২ বছরের বয়স্কা মহিলার সাথে বেশ কিছু দিন ধরেই নাকি তাঁদের পার্কিং জনিত কারণে বিভেদ সৃষ্টি হয়েছিল। মহিলা অভিযোগ করেছেন, তাঁর পার্কিং স্লটে সুব্বেয়াকে গাড়ি রাখতে দিলেও, তাঁর ভাড়া সে দিতে চায় না।

new 2 13

উঠল অপ্রীতিকর অভিযোগ
পার্কিং স্লটে গাড়ি রাখা নিয়ে বচসা চরমে পৌঁছায় গত ১১ ই জুলাই। ওই বয়স্কা মহিলা অভিযোগ করেছেন, ওই দিন তিনি সুব্বেয়ার কাছে পার্কিং-এর ভাড়া চাইলে, সুব্বেয়া ঝগড়া শুরু করে দেয়। এরপর সুব্বেয়া নাকি তাঁর বাড়ির দরজার সামনে প্রস্রাব করে দেয়। সেইসঙ্গে সুব্বেয়ার ব্যবহৃত মাস্কও সেখানে ফেলে আসে। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে জমা দিয়েছেন তিনি।

চলছে পুলিশি তদন্ত
নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন সুব্বেয়া। তিনি বলেছেন, সিসিটিভি ফুটেজে কোন কারসাজি করা হয়েছে। অপরদিকে এবিভিপির জাতীয় সাধারণ সম্পাদক নিধি ত্রিপাঠি জানিয়েছেন, গাড়ি পার্কিং নিয়ে দুই পরিবারের মধ্যে সমস্যা থাকলেও, তারা আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নিয়েছিল। এব্যাপারে এবিপি’র মিডিয়া ইনচার্জ রাহুল চৌধুরী জানিয়েছেন, ঘটনার আসল সিসিটিভি ফুটেজ শীঘ্রই পুলিশের হাতে চলে আসবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর