G-20 সভাপতিত্ব শুরু করে ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত’ থিমের বার্তা প্রধানমন্ত্রী মোদীর

বাংলা হান্ট ডেস্কঃ ‘ভারত আবার জগত-সভায় শ্রেষ্ঠ আসন লবে!’ বৃহস্পতিবার, ১ ডিসেম্বর থেকে জি২০ সভাপতি (G-20 president ) হিসেবে দায়িত্ব পালন করা শুরু করল ভারত (India)। দেশের হয়ে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। সাথেই পৃথিবীর সকল দেশকে একজোটে কাজের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

সমগ্র বিশ্ব জুড়ে ঐক্যবদ্ধ হয়ে কাজের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত’ থিমে আরও অনুপ্রাণিত হওয়ার বার্তা দিলেন তিনি। বালিতে (Bali) অনুষ্ঠিত জি২০ সম্মেলনের শেষেই ইন্দোনেশিয়া আনুষ্ঠানিক ভাবে ভারতের হাতে সভাপতিত্বের দায়িত্ব তুলে দেয়। সেই মতোই নয়া সভাপতি রূপে দায়িত্ব পালনের অঙ্গীকার করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন, ভারতের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ”সারা দেশের মানুষ আমাকে চিঠি লিখে জানিয়েছেন, ভারত এই সুযোগ পাওয়ায় তাঁরা কতটা খুশি। এটা আমাদের জন্য খুব বড় সুযোগ। বিশ্বের কল্যাণের দিকে আমাদের ফোকাস থাকবে। সেটা শান্তি হোক, কিংবা একতা অথবা সামগ্রিক উন্নতি। ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’ আমরাই তো এই মন্ত্র দিয়েছি বিশ্বকে।”

সভাপতিত্ব শুরুর দিনই তিনি জানান বিশ্বজনীন ঐক্যবদ্ধতার মন্ত্র প্রচার করবে ভারত। ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’- প্রাচীন সংস্কৃত মন্ত্র ‘বসুধৈব কুটুম্বকমে’র অনুসরণে এই মতবাদই সকলের কাছে তুলে ধরা হবে। সন্ত্রাস, জলবায়ু পরিবর্তন, মহামারীর মতো সমস্যার বিরুদ্ধে সকলকে একজোটে রুখে দাঁড়াতে হবে বলেন বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

সাথেই অধিবেশনে তিনি জানান, অগ্রাধিকারের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের দেশ বা বন্ধু দেশগুলির কথাই মাথায় রাখা হবে, তা নয়। বিশ্বব্যাপী সকল দেশের কথা মাথায় রাখা হবে। বিশেষ করে এমন ছোট অনুন্নত দেশগুলির কথা ভাবা হবে, যাদের সেভাবে কন্ঠস্বর শুনতে পাওয়া যায় না। সমগ্র বিশ্বঐক্য আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন তিনি বলেন একে ওপরের সঙ্গে লড়াই করলে চলবে না, একসঙ্গে এগিয়ে যেতে হবে সকলের বিপদে, তবেই ঐক্যের সুতোয় গাঁথা থাকবে গোটা বিশ্ব।

modi2

প্রসঙ্গত, গত রবিবার ৯৫তম ‘মন কি বাত’ অনুষ্ঠানেও ঐক্যতার সুর লক্ষ করা গিয়েছিল মোদির কণ্ঠে। এদিন অনুষ্ঠানে তিনি বলেন, ”আমাদের সংকল্প ‘এক বিশ্ব, এক সংকল্পে’র। যেকথা বলা আছে বসুধৈব কুটুম্বকম শ্লোকে।” উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে পরবর্তী জি২০ সম্মেলন হবে নয়াদিল্লিতে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর