বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর (RG Kar Protest) কাণ্ডের এক বছর পরও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন নিহত তরুণী চিকিৎসক অভয়ার পরিবার। ২০২৪ সালের এই দিনে ঘটে যাওয়া সেই ভয়াবহ ঘটনার পর থেকে তাঁরা কলকাতা থেকে দিল্লি, সব জায়গায় ছুটেছেন বিচার পাওয়ার আশায়। কিন্তু এখনও আলোর দেখা মেলেনি। তাই এক বছর পরও তাঁরা ন্যায়ের দাবিতে পথে নেমেছেন। এবার তাঁদের গন্তব্য নবান্ন, যদিও পুলিশের তরফে আগেই জানানো হয়েছে সেখানে জমায়েত বা অভিযান করা যাবে না।
সমাজে এক ঘরে করে দেওয়া হয়েছে অভয়ার মা-বাবাকে (RG Kar Protest)
নবান্ন অভিযানের আগে নিজের মনের যন্ত্রণা ও অভিজ্ঞতার কথা জানান অভয়ার মা-বাবা। তাঁদের অভিযোগ মেয়ের ন্যায়ের দাবিতে সরব থাকার জন্য সমাজে একঘরে করে দেওয়া হয়েছে তাঁদের। অভয়ার বাবার দাবি, তৃণমূলের চাপে এলাকার মানুষ তাঁদের সঙ্গে কথা বলতে ভয় পান, এমনকি বাজারে কিছু কিনতেও অসুবিধা হয়। তিনি আরও বলেন, আন্দোলনে যাঁরা প্রথম থেকেই সঙ্গে ছিলেন, তাঁদের পুলিশ নোটিস পাঠাচ্ছে, ভয় দেখানোও হচ্ছে (RG Kar Protest)।
অভয়ার মা বলেন, মুখ্যমন্ত্রী তাঁদের ভয় পেয়েছেন, কারণ তাঁরা অস্ত্র নিয়ে নয়, ন্যায়বিচারের দাবিতে এগোচ্ছেন। তাঁর কথায়, রাজ্যে ‘থ্রেট কালচার’ চালু হয়েছে এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “যদি প্রমাণ করতে পারেন সঞ্জয় রায় একাই দোষী, তাহলে মেনে নেব।”
পুলিশ নবান্ন অভিযানে রুখতে ব্যারিকেড, জলকামান ও ড্রোন নজরদারির ব্যবস্থা করেছে। অন্যদিকে, মন্ত্রী ফিরহাদ হাকিম তৃণমূলের বিরুদ্ধে আনা অভিযোগ উড়িয়ে দিয়ে জানান, এখন রাজ্যে এমন সংস্কৃতি নেই; এসব ‘CPM আমলে’ হত।
আরও পড়ুনঃ নবান্ন অভিযানের পথে অভয়ার বাবা-মায়ের উপর পুলিশের লাঠিচার্জ, কি বললেন শুভেন্দু?
এক বছর কেটে গেলেও আরজি কর কাণ্ডের বিচার (RG Kar Protest) এখনো অনিশ্চিত। অভিযোগ, হুমকি ও বাধার মাঝেও অভয়ার পরিবারের লড়াই অব্যাহত। তাঁদের বিশ্বাস, যত বাধাই আসুক, ন্যায়ের পথে এই সংগ্রাম থামবে না।