Pressure Cooker: অর্ডার করেছিলেন ২০২২-এ, দু বছর পর ক্যানসেল করা প্রেশার কুকার পাঠাল অনলাইন সংস্থা

বাংলাহান্ট ডেস্ক : দু বছর আগে অনলাইনে প্রেশার কুকার অর্ডার করেছিলেন। দু বছর গড়িয়ে যাওয়ার পর ডেলিভারি হল সেই প্রেশার কুকার (Pressure Cooker)! হ্যাঁ, অবাক লাগলেও বাস্তবে এমন কাণ্ডই ঘটেছে এক ব্যক্তির সঙ্গে। জয় নামের ওই ব্যক্তি বছর দুই আগে একটি নামী অনলাইন শপিং সাইটে অর্ডার দিয়েছিলেন প্রেশার কুকার (Pressure Cooker)। পরক্ষণেই আবার ক্যানসেলও করে দিয়েছিলেন তা। অথচ দু বছর পর সেই ক্যানসেল করা অর্ডারই এসে পৌঁছল তাঁর দোরগোড়ায়। কাণ্ড দেখে হাঁ ওই ব্যক্তি।

দু বছর পর ডেলিভার হল প্রেশার কুকার (Pressure Cooker)

যুগের সঙ্গে তাল মিলিয়ে সবকিছুই এখন হয়ে উঠেছে প্রযুক্তি নির্ভর। মানুষের জীবনযাত্রা এখন অনেকটাই অনলাইন। বিশেষ করে কেনাকাটা করতে আমরা সবাই কমবেশি ভরসা করে থাকি অনলাইন সাইটগুলির উপরে। নিজের বাড়িতে বসে বা কাজের ফাঁকে আঙুলের এক টোকায় কিনে ফেলা যায় আলমারি থেকে আলপিন সবকিছুই। এতে সময়ও যেমন বাঁচে, তেমনি একই জায়গায় হরেক রকম জিনিসও পছন্দ করে কেনা যায়। জামাকাপড় থেকে ইলেকট্রনিক্স জিনিসপত্র, ঘর সাজানোর জিনিস থেকে গৃহস্থালীর টুকিটাকি, সবই পাওয়া যায় অনলাইনে। ওই ব্যক্তিও তেমনই অর্ডার করেছিলেন একটি প্রেশার কুকার (Pressure Cooker)। কিন্তু তারপর যা হল তাতে হতবাক তিনি।

   

আরো পড়ুন : Sayantika Banerjee: উফফ্! ট্রোলড হয়েও কী কনফিডেন্স! নেটিজেনদেরকেই কটাক্ষ সায়ন্তিকার, যা বললেন নায়িকা…

সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ব্যক্তি

জয় নামের ওই ব্যক্তি একটি নামী অনলাইন সাইট থেকে ২০২২ সালের ১ লা অক্টোবর একটি প্রেশার কুকার (Pressure Cooker) অর্ডার করেছিলেন। তবে পরক্ষণেই তা ক্যানসেল করে রিফান্ড চেয়ে নেন ওই ব্যক্তি। তারপর কেটে গিয়েছে দু বছর। ওই প্রেশার কুকারের কথা ভুলেই গিয়েছিলেন ওই ব্যক্তি। হঠাৎই ২০২৪ এর ২৮ শে অগাস্ট বড় চমক! তাঁর দোরগোড়ায় এসে হাজির সেই প্রেশার কুকার। গোটা ঘটনাটাই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন ওই ব্যক্তি।

আরো পড়ুন : Mukesh Ambani: বড় চাল মুকেশ অম্বানির, ব্যাঙ্কগুলিকে দশ গোল দিয়ে লোন পরিষেবা শুরু করছে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস

ভাইরাল টুইট নিয়ে শুরু মশকরা

অর্ডারের একটি স্ক্রিনশট তুলে ওই ব্যক্তি লিখেছেন, ‘ধন্যবাদ অ্যামাজন, দু বছর পর আমার অর্ডারটি ডেলিভার করার জন্য। দীর্ঘ অপেক্ষার পর রাঁধুনি খুব খুশি হয়েছেন, প্রেশার কুকারটি (Pressure Cooker) নিশ্চয়ই খুব স্পেশ্যাল’। টুইটটি ভাইরাল হতেই রসিকতায় মেতেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘মনে হয় মঙ্গল গ্রহ থেকে এসেছে’। আবার আরেকজন লিখেছেন, ‘হয়তো প্যারালাল ইউনিভার্স থেকে এসেছে প্রেশার কুকারটি, তাই দু বছর লেগে গেল’।

Pressure Cooker

কী জানাল অনলাইন সংস্থা

টুইটের উত্তর দিয়েছে ওই অনলাইন সংস্থাও। তাদের তরফে উত্তরে লেখা হয়েছে, ‘অসুবিধার জন্য দুঃখিত। আমাদের সাপোর্ট টিমকে রিপোর্ট করার অনুরোধ রইল’। পালটা ওই ব্যক্তি প্রশ্ন করেছেন, কী রিপোর্ট করবেন তিনি? ২০২২ এ অর্ডারটি ক্যানসেল করার পর রিফান্ড পেয়ে গিয়েছিলেন তিনি। আবার দু বছর পর হঠাৎ করে এটি ডেলিভার হয়ে গেল। এবার এটার দাম কী করে দেবেন তিনি?

Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর