বাংলাহান্ট ডেস্ক : দেশজুড়ে লোকসভা নির্বাচনের হাওয়া বইছে। আজ দ্বিতীয় দফার ভোটগ্রহণ হচ্ছে বাংলা সহ দেশের একাধিক রাজ্যে। নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আপনার দরকার হবে শুধুমাত্র ভোটার কার্ডের (Voter Card)। তবে শুধু ভোটার কার্ড থাকলেই হবে না, ভোটার লিস্টে নাম থাকাও জরুরী।
ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা তা জানার খুব সহজ পদ্ধতি রয়েছে। শুধুমাত্র একটি এসএমএস পাঠিয়ে আপনি ভোটার তালিকায় নিজের নাম যাচাই করতে পারেন। শুধুমাত্র এসএমএসের মাধ্যমেই আপনারা জেনে যেতে পারবেন আপনার এপিক স্ট্যাটাস। এর জন্য প্রয়োজন হবে না ইন্টারনেট সংযোগের।
আরোও পড়ুন : রাজার হালে কেটে যাবে জীবন! মাথায় রাখুন শুধু এই কয়েকটি কথা, বলেছেন স্বয়ং চাণক্য
নির্বাচন কমিশন (Election Commission of India) বলছে শুধুমাত্র মোবাইলের এসএমএস সুবিধা ব্যবহার করে আপনারা ভোটার লিস্টে নাম যাচাই করতে পারবেন। ভোটার লিস্টে আপনার নাম যাচাইয়ের জন্য কোথাও ছোটাছুটি করতে হবে না। ঘরে বসে মোবাইল ফোনের সাহায্যে আপনারা যাচাই করতে পারবেন ভোটার তালিকা।
আরোও পড়ুন : কলকাতা মেট্রোয় নিয়োগ, মিলবে ভালো বেতনও! কীভাবে করবেন আবেদন? রইল পদ্ধতি
ভোটার তালিকা যাচাই করার জন্য আপনাকে খুব সহজে একটি পদ্ধতি অবলম্বন করতে হবে। EPIC নম্বর লিখে আপনাকে এসএমএসটি পাঠিয়ে দিতে হবে 1950 নম্বরে। ধরা যাক আপনার এপিক নম্বর 876Y4321। তাহলে আপনাকে ১৯৫০ নম্বরে ‘876Y4321’ লিখে পাঠিয়ে দিতে হবে।
যদি আপনার কাছে ভোটার কার্ড না থেকে থাকে তাহলে সহজেই ই-ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। ভোটার পরিষেবা পোর্টালে ভিজিট করে আপনারা ই-ভোটার কার্ড ডাউনলোড করতে পারেন। ওটিপির মাধ্যমে আপনাকে এই ই-ভোটার কার্ড ডাউনলোড করতে হবে। নিজের ভোটাধিকার প্রয়োগের জন্য আপনারা ব্যবহার করতে পারেন ই-ভোটার কার্ড।