শুধুমাত্র এই স্মার্টফোনগুলিতেই কাজ করবে Jio 5G, দেখুন আপনার মোবাইল আছে কী না

বাংলাহান্ট ডেস্ক : 5G স্পেকট্রাম নিলামে সবচেয়ে বেশি ব্যান্ড কিনে Jio ইতিমধ্যেই টেলিকম বিশ্বকে চমকে দিয়েছে। Jio Telecom অধিগ্রহণ করেছে 700MHz 800MHz, 1800MHz, 3300MHz এবং 26GHz এ স্পেকট্রাম । কিন্তু মাত্র কয়েকটি স্মার্টফোনেই চলবে এই 5G নেটওয়ার্ক।

গত দুই বছর ধরে 5G স্মার্টফোন ভারতীয় বাজার দখল করতে শুরু করেছে। প্রথমে ফ্ল্যাগশিপ সেগমেন্টে, তারপর মিড রেঞ্জে এবং এখন কম বাজেটের সেগমেন্টে 5G স্মার্টফোন লঞ্চ হয়ে গিয়েছে। 5G স্মার্টফোনগুলি অবশ্য 5G নেটওয়ার্কের আগে বাজারে এসেছিল। বেশিরভাগ স্মার্টফোনে সার্পোট করে 4 বা 5 ব্যান্ড উইডথ। কিছু ফোন 11 থেকে 12 ব্যান্ড উইদথকে সাপোর্ট করে। কিন্তু প্রশ্ন হল কোন ব্যান্ডে টেলিকম সংস্থাগুলি তাদের 5G পরিষেবা দিতে চলেছে।

ইতিমধ্যেই জিও সংস্থাটি 5G নিলামে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে। কোম্পানিটি 22টি সার্কেলে 5G স্পেকট্রাম অধিগ্রহণ করেছে। সেই তালিকার মধ্যে আছে লো-ব্যান্ড, মিডব্যান্ড এবং এমএমওয়েড স্পেকট্রাম। যে 5টি ব্যান্ডে Jio স্পেকট্রাম কিনেছে তা হল 700MHz 800MHz, 1800MHz, 3300MHz এবং 26GHzi । স্মার্টফোন দ্বারা সমর্থিত 5G ব্যান্ডগুলি N সিরিজ থেকে শুরু হয়। এই ব্যান্ডগুলির দিকে তাকিয়ে, সংস্থাটি N28, N5, N3, N77 এবং N258 ব্যান্ডগুলিতে স্পেকট্রাম কিনেছে। এতে সারা ভারতে 5G পরিষেবা মিলবে 700MHz অর্থাৎ N28 ব্যান্ডে ।

এর মানে আপনার স্মার্টফোনে উপরে উল্লিখিত ব্যান্ডগুলি থাকলে, আপনার কাছে সহজেই Jio-এর 5G পরিষেবার সুযোগ মিলবে। iQOO 9T এই সপ্তাহ থেকেই ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনটি সাপোর্ট করে N1, N3, N5, N8, N28, 40, N41, N77, N78 ব্যান্ড উইদথকে। অর্থাৎ এতে Jio 5G চলতে পারে। একইভাবে, সম্প্রতি Xiaomi ভারতে লঞ্চ করেছে Redmi 50i মোবাইল স্মার্টফোন । এটি N1, N3, N5, N7, N8, N20, N28A, N38, N40, N41, N77, N78 ব্যান্ড সমর্থন করে। আপনি যদি Jio এর ব্যান্ডগুলি দেখেন তবে এই ফোনটি Jio 5G নেটওয়ার্ককেও সমর্থন করবে।

সহজেই আপনার 5G ফোনে ব্যান্ড সাপোর্ট করে কিনা তা চেক করার জন্য আপনাকে স্মার্টফোন ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর আপনাকে ফোনের মডেল সার্চ করে স্পেশিফিকেশন ডিটেইলস্ চেক করতে হবে। এখানে আপনি কানেক্টিভিটি অপশনে বিস্তারিত দেখতে পাবেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর