রাষ্ট্রপতি নির্বাচনেও পদ্ম শিবিরের হাতিয়ার ‘অপারেশন লোটাস’, বিস্ফোরক যশবন্ত সিনহা

বাংলাহান্ট ডেস্ক : সময় যত এগোচ্ছে যশবন্ত সিনহার (Yashawant Sinha) সঙ্গে দৌপদী মুর্মুর (Draupadi Murmu) লড়াই ততই জমে যাচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election 2022) পাল্লা ভারী দৌপদীর। কিন্তু রীতিমতো ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী’ রকমের পন করে বসে আছেন যশবন্তও। মাঝে মধ্যেই বিস্ফোরক মন্তব্যে গোলাগুলি ছুঁড়ছেন তিনি। এদিন তিনি বললেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনেও বিজেপি অপারেশন লোটাস কাজে লাগাতে চাইছে।’

রাষ্ট্রপতি নির্বাচনেও অপারেশন লোটাস? বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা এবার বিজেপিকে লক্ষ্য করে তোপ দাগলেন। তিনি অভিযোগ করে বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনেও অপারেশন লোটাসের দ্বারা জয়লাভ করতে চাইছে বিজেপি। যেকোনও মূল্যে ভোট কিনতে চাইছে তারা। অবিজেপি নেতাদের বিরাট অংকের টাকা দেওয়া হচ্ছে। সুষ্ট নির্বাচন বিজেপি কোনও দিনই চায়না। কারন সুস্থ নির্বাচনের ফলাফলকে ভয় পায় বিজেপি।

দৌপদীকে জিতিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে : ক্রশ ভোটিং করে এদিন যশবন্ত সিনহা মধ্যপ্রদেশ পৌঁছন কংগ্রেস নেরতাদের সঙ্গে দেখা করার জন্য। সেখানেই তিনি বলেন, ‘ কংগ্রেসের ২৮ জন বিধায়কের উপর নজর রয়েছে বিজেপির। এই বিধায়করা ক্রশ ভোটিং করে এনডিএ পদপ্রার্থী দৌপদীকে জিতিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। এই ভাবেই দেশের সর্বোচ্চ পদের নির্বাচনেও বিজেপির অস্ত্র অপারেশন লোটাস।’

Untitled design 2022 07 15T140458.775

যশবন্ত সিনহা দাবি করেন, উমর সিংঘর নামের এক বিধায়ক স্পষ্ট ভাবেই বলেন যে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার জন্য তার উপর চাপ দিচ্ছে বিজেপি। জানা যাচ্ছে, উমর সিংঘর কংগ্রেসের আদিবাসী সম্প্রদায়ের বিধায়ক। এর আগে তিনি সাংসদও হয়েছিলেন। সিনহা আরও বলেন, অপারেশন লোটাস কর্নাটক, গোয়া, অরুনাচলপ্রদেশ এবং মুৃম্বাইতে কার্যকর করেছে বিজেপি। অপারেশন লোটাস ভারতের গণতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতি।


Sudipto

সম্পর্কিত খবর