সেক্স দৃশ্যের সময়ে ভগবদ্গীতা পাঠ! ‘ওপেনহাইমার’ দেখে বয়কটের ডাক ভারতীয় দর্শকদের

বাংলাহান্ট ডেস্ক: ‘ওপেনহাইমার’ (Oppenheimer) মুক্তি পেয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর। পরমাণু বোমার জনক রবার্ট ওপেনহাইমারের জীবনের উপরে ভিত্তি করে তৈরি এই হলিউড ছবি নিয়ে ভারতেও উন্মাদনা কম ছিল না। ক্রিস্টোফার নোলান পরিচালিত ছবিটি নিয়ে একাধিক কারণের জন্য অপেক্ষায় ছিল ভারতীয় দর্শক। কিন্তু ছবি মুক্তি পেতেই কার্যত বিষ্ফোরণ ঘটল দর্শক মহলে। বয়কটের ডাক উঠল দর্শকদের একাংশে।

২১ জুলাই মুক্তি পেয়েছে ওপেনহাইমার। পদার্থবিজ্ঞানী ওপেনহাইমারের জীবন কাহিনির উপরে নির্ভর করে তৈরি এই ছবি যিনি প্রথম পরমাণু বোমা তৈরি করেছিলেন। কিন্তু ছবিটি মুক্তির পরেই একটি বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মূলত একটি দৃশ্য নিয়েই শুরু হয়েছে গণ্ডগোল। ওপেনহাইমার ছবিতে একটি ঘনিষ্ঠ দৃশ্যের সময়ে ভগবদ্গীতা পাঠ করতে দেখা গিয়েছে অভিনেতা সিলিয়ান মার্ফিকে। এই দৃশ্য নিয়েই বিতর্কের পারদ চড়ছে দর্শক মহলে।

Oppenheimer to be boycotted because of this scene

বিতর্কিত দৃশ্যে সঙ্গমরত অবস্থায় ভগবদ্গীতা পাঠ করতে দেখা গিয়েছে ওপেনহাইমার চরিত্রাভিনেতা সিলিয়ান মার্ফিকে। স্বাভাবিক ভাবেই এহেন দৃশ্য দেখে হতভম্ব, ক্ষুব্ধ ভারতীয় দর্শক তথা হিন্দু ধর্মাবলম্বীরা। ভগবদ্গীতার অপমানে প্রতিবাদের সুর চড়িয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় ছবিটি বয়কটের ডাক দিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীদের একাংশ।

হলিউড তথা পাশ্চাত্য ফিল্ম ইন্ডাস্ট্রিকে হিন্দু বিদ্বেষী বলে দাবি করে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে। বিক্ষোভের মুখে পড়েছে ভারতীয় সেন্সর বোর্ডও। এমন একটি বিতর্কিত দৃশ্য কীভাবে সিনেমায় রাখার অনুমতি দিল বোর্ড তা নিয়ে উঠছে প্রশ্ন।

জানা যাচ্ছে, ওপেনহাইমার ছবিটি মূলত R রেটিং পেলেও ভারতীয় সেন্সর বোর্ড ছবিটিকে U/A রেটিং দিয়েছে। তবে সেক্স দৃশ্যের সময় কমানো হয়েছে কাটছাঁট করে। সেই সঙ্গে একটি অশ্লীল শব্দ মুছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের তরফে। কিন্তু এই দৃশ্যটি নিয়ে তীব্র বিতর্ক চলছে দর্শকদের মধ্যে।


Niranjana Nag

সম্পর্কিত খবর