জোড়া ফোন লঞ্চ করল Oppo, 32 MP ক্যামেরার এত কম দাম দেখে অর্ডারের হিড়িক

বাংলাহান্ট ডেস্ক : বিয়ের মরশুমে ক্যামেরার চাহিদা থাকে প্রত্যেকের। মোবাইল ফোনের যুগে সবারই ইচ্ছা হয় যে তাদের ফোনটি যেন যথেষ্ট শক্তিশালী ক্যামেরা সম্পন্ন হয়। এবার ক্যামেরা প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে চলে এল Oppo Reno 11 সিরিজের ফোন। ভারতে এই সিরিজের দুটি ফোন অর্থাৎ Oppo Reno 11 5G  এবং Oppo Reno 11 Pro 5G- লঞ্চ হয়েছে।

অ্যান্ড্রয়েড ১৪ রয়েছে এই দুটি মডেলেই। ১৮ই জানুয়ারি এই দুটি ফোন লঞ্চ হয়েছে ভারতের বাজারে।Rock Grey এবং Wave Green- এই দুই রঙে উপলব্ধ Oppo Reno 11 5G ফোনটি ও Pearl White এবং Rock Grey- রঙে মিলবে Oppo Reno 11 Pro 5G। ফ্লিপকার্ট ও Oppo-র অনলাইন ওয়েবসাইট থেকে দুর্দান্ত অফারে এই ফোন দুটি কিনতে পারবেন গ্রাহকরা।

আরোও পড়ুন : রংমিস্ত্রি থেকে এক লাফে কোটিপতি! কে এই প্রসন্ন রায়? ‘ব্যবসায়ীর’ আসল পরিচয় চমকে দেবে

Oppo Reno 11 সিরিজের দাম রাখা হয়েছে ৪০ হাজার টাকার আশেপাশে। Oppo Reno 11 5G-জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ভারতে বিক্রি হচ্ছে ২৯,৯৯৯ টাকায়। ৩১,৯৯৯ টাকায় মিলছে এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি।৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা রয়েছে অপ্পোর এই ফোনে।

oppo reno 11 pro db 709x800 1700734059

ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকছে দুটি মডেলেই। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে। ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, ৫০০০mAh ব্যাটারি এবং ৬৭ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের মতো আকর্ষণীয় ফিচারও রয়েছে এই ফোনে। মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে Oppo Reno 11 5G মডেলে। Oppo Reno 11 Pro 5G ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর