বাংলা হান্ট ডেস্কঃ বিসিসিআইয়ের অনেক চেষ্টা এবং কঠোর পরিশ্রমের ফলে করোনা ভাইরাসের মধ্যেও এবার আইপিএল অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। আইপিএল শুরুর আগেই আইপিএলের টাইটেল স্পনসর সরে যেতে বাধ্য হয়েছিল চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো। কারণ ভারতীয় সেনার ওপর চীনের কাপুরুষের মত আক্রমণের ফলে দেশজুড়ে প্রবল চীন বিরোধিতা শুরু হয়। সেই কারণে এক প্রকার বাধ্য হয়েই আইপিএলের টাইটেল স্পনসর থেকে সরতে হয়েছিল চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভোকে।
ভিভো সরে যাওয়ার পরে আইপিএলে নতুন টাইটেল স্পনসর খুঁজতে শুরু করে বিসিসিআই। সবাইকে টেক্কা দিয়ে এই বছর আইপিএলের নতুন টাইটেল স্পনসর হয়েছে মোবাইল ফ্যান্টাসি লিগ ড্রিম ইলেভেন (Dream 11)।
এই ড্রিম ইলেভেন আসলে একটি মোবাইল ফ্যান্টাসি লিগ। এখানে আপনি নিজের পছন্দমত দল তৈরি করতে পারেন এবং সেই দল নিয়ে বাজি ধরতে পারেন। আপনি যদি সেই বাজিতে জিতে যান তাহলে আপনার কাজে সুযোগ থাকছে কোটিপতি হওয়ার।
দেখে নিন কিভাবে আজ ড্রিম ইলেভেনের সেরা একাদশ তৈরি করবেন:
কে এল রাহুল, সঞ্জু স্যামসন, জোস বাটলার, স্টিভ স্মিথ, মায়াঙ্ক আগারওয়াল, গ্লেন ম্যাক্সওয়েল, রাহুল তেহটিয়া, মহম্মদ সামি, জোফরা আর্চার, শ্রেয়স গোপাল, রবি বিষোয়।