উত্তরপ্রদেশে এবার যোগি পূজা! রামের আদলে মূর্তি ও মন্দির তৈরি করে ধুমধাম করে চলছে আরাধনা, সাথে প্রসাদ বিতরণও

বাংলাহান্ট ডেস্ক : নতুন নতুন চমক দেখদচ্ছে উত্তরপ্রদেশ (UP)। এবার শুরু হয়ে গেল মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের (Yogi Adityanath) পুজো। অযোধ্যায় প্রয়াগরাজ-অযোধ্যা হাইওয়ের উপরে ভরতকুন্ডে যোগি আদিত্যনাথের নামে তৈরি হয়েছে একটি মন্দির। সেখানেই রামরূপে তাঁকে পুজো করছেন এলাকার মানু। রোজ সন্ধ্যায় ধুমধাম করে চলছে আদিত্যনাথের পুজো। বিলি করা হচ্ছে প্রসাদও।

ওই মন্দিরে রয়েছে গেরুয়া বস্ত্র পরা যোগি আদিত্যানাথের বিগ্রহ। ঠিক রামের আদলেই তৈরি। তাঁর হাতেও রয়েছে ধনুক। রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রায় দেবতা জ্ঞান করা নতুন কিছুই নয়। তবে এবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর নামে আস্ত ওই মন্দিরই তৈরি করে ফেলেছেন প্রভাকর মৌর্য নামে এক যোগিভক্ত। তিনি অযোধ্যার ভরতকুণ্ডে তৈরি করেছেন ওই যোগি মন্দির। খরচ হয় প্রায় ৯ লাখ টাকা। রামায়ণ অনুসারে আছে বনবাসে যাওয়ার সময় রামকে ওই জায়গাতেই বিদায় দেন ভরত।

খুব ছোট হলেও বেশ একটি বড়সড় এলাকা ঘিরে ওই মন্দির তৈরি করা হয়েছে। মন্দিরে ঢুকলেই দেখা যাচ্ছে দেওয়াল ঘেঁসে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছে আদিত্যনাথের মূর্তি। হাতে তার ধনুক। এক ঝলকে দেখলে তাঁকে অনেকটা রামায়ণ ধারাবাহিকের রামের মতোই দেখতে লাগে। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে প্রভাকর মৌর্য জানান, ‘রামমন্দির তৈরি করার অন্যতম কারিগর যিনি তাঁকেই আমি পুজো করছি।’

বিজেপির যেসব নেতাদের নামে মন্দির তৈরি করে পুজো করা শুরু হয়েছে তাদের তালিকায় শুধু আদিত্যনাথই নেই, রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মহারাষ্ট্রের পুনেতে এক ব্যক্তি তৈরি করে ফেলেছেন মোদি মন্দির। পুনের উন্দা এলাকায় ছোটখাটো ওই মোদি মন্দিরটি তৈরি করেছেন ৩৭ বছর বয়সী বিজেপি কর্মী ময়ূর মুন্দ্রে। মন্দিরে স্থাপন করা হয়েছে মোদির একটি আবক্ষ মূর্তি। লাল পাথরের তৈরি ওই মন্দিরটি গত বছর স্বাধীনতা দিবসের দিন উদ্বোধন করেন মুন্দ্রে।

এই মন্দির নির্মাণের খবর ছড়িয়ে পড়তেই, এই নিয়ে কটাক্ষ করতে শুরু করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। টুইট করে তিনি বলেছেন, ‘ইনি তো মোদির থেকেও দুই ধাপ এগিয়ে গিয়েছেন। এখন প্রশ্ন হলো, কে আগে আছেন?’ ২০১৭ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর কট্টর হিন্দুত্ববাদী যোগী সরকারের নানা পদক্ষেপ ঘিরেই বিতর্ক হয়েছে। কখনও ‘ইভ টিজিং’ রুখতে ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’ গঠন, কখনও বিনা ফরমানে কসাইখানা বন্ধ, কখনও খোলাখুলি পুলিশ এনকাউন্টারের নির্দেশ নিয়ে একাধিক প্রশ্ন তোলেন বিরোধীরা।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর