তাপস পালের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল, শোকপ্রকাশ করলেন বিরোধী নেতা অনুপম হাজরাও

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ অভিনেতা তাপস পালের (Tapos paul) অসময়ে মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায় (Tollywood)। এমনকি তাঁর এই হঠাৎ মৃত্যুতে শোকাস্তব্ধ হয়েছেন বিজেপি নেতা অনুপম হাজরাও। এইসময় তাঁর ধরা গলায় বারবার শোনা গেল, “রাজনৈতিক মতাদর্শ দুজনের আলাদা হতেই পারে। কিন্তু আমার মধ্যে সঙ্গে সম্পর্ক খুবই ভাল ছিল। এত তাড়াতাড়ি তাঁর চলে যাওয়াটা কিছুতেই মানতে পারছি না!!”

বিভিন্ন মহলে তাঁর এই মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়েছে। সকলেই তাঁর এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। অনুপম হাজরা (Anupam hazra)ফেসবুকে এক বিশাল পোস্ট করে তাঁর সঙ্গে তাপস পালের সম্পর্কের কথা জানান। তিনি বলেন- তৃণমূলের নেতা হিসেবে নয়, তাঁর কয়েকটি উক্তির জন্য তিনি আজও সমালোচিত হয়। তবে অভিনয়ের দিক থেকে অভিনেতা হিসেবে তিনি ছিলেন অনন্য।

তাপস পাল একটা উক্তি করে সবার কাছে খারাপ হয়েছে, কিন্তু তৃণমূলের বহু নেতারা  ধর্ষণ আর মানুষ খুন করেও বহাল তবিয়তে আজও মমতা দিদির স্নেহের পাত্র হয়ে রয়েছে। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় সম্ভবত তাপস পালই প্রথম দেখিয়েছিলে অভিনয়ের পাশাপাশি নেতৃত্বও করা যায়। কিন্তু যখন তৃণমূলের তাপস পালকে ব্যবহার করা হয়ে গেছে, তখন তাঁকে ছুঁড়ে ফেলে দিয়েছে।

তবে শেষের দিকে তাপস দা নিজেকে কিছুটা গুটিয়ে রেখেছিলেন অন্যান্যদের কাছ থেকে। দেখা হলেও সেভাবে আর তেমন কথা বলতেন না। তিনি আরও বলেন, “তাপস দা বারবার বলতেন, সিপিএমের হার্মাদদের উপর রাগ করে তিনি আবেগপ্রবণ হয়ে সেসব কথাগুলো বলে ফেলেছেন। বলার পরে অনুভব করেছেন, সেগুলো তাঁর বলা ঠিক হয়নি। তিনি তো আর মানুষ খুন করেননি, তাই আশা করেছিলেন দিদিমণি তাঁকে আরও একটা সুযোগ দেবেন। ” পার্লামেন্টের সেন্ট্রাল হলে একসঙ্গে আড্ডা দেওয়ার দিনগুলো কোথাও তিনি বারবার বলছিলেন।

সম্পর্কিত খবর

X