বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। আর সেই নির্বাচনকেই পাখির চোখ করে দ্বিতীয় বিরোধী জোটের বৈঠকে (Opposition Meet) যোগ দিতে সোমবার বেঙ্গালুরু গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালের পর আজ মঙ্গলবার সেখানে হবে মূল বৈঠক এবং নানা ইস্যুগুলি নিয়ে সিদ্ধান্ত। তার আগে সোমবার গণতন্ত্র রক্ষার স্বার্থে বিজেপির পতন জরুরি বলে মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো।
সূত্রের খবর, গতকাল বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য নেতাদেরকে বলেন, গণতন্ত্র বাঁচানোর লড়াই শুরু হয়েছে। ঐক্যবদ্ধ মহাজোট ঠিকভাবে ঘটলে বিজেপির পতন ঘটবেই ঘটবে। এজেন্সির যে জুজু দেখিয়ে বিজেপি যে ভয় দেখাচ্ছে তা অবিলম্বে বন্ধ করা দরকার।
জানা যাচ্ছে, বেঙ্গালুরুতে গিয়েও কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিষয়টি তুলে ধরেন মমতা। সূত্রের খবর, বাংলার উদাহরণ খাড়া করে মুখ্যমন্ত্রী বলেন, এমন পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মানুষের উন্নয়নের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অতীতে এমন ঘটনা কখনও ঘটেনি যে ইতিহাসের সিলেবাসই বদল করে দেওয়া হয়েছে।
তৃণমূল সুপ্রিমো বলেন, যেভাবে জাতপাতের দোহাই দিয়ে রাজ্যে রাজ্যে বিভেদের রাজনীতি চালাচ্ছে তাতে বিজেপিকে পরাস্ত করতে হবে। নয়তো এই দেশ, দেশের সার্বভৌমত্ব কিছুই ধরে রাখা যাবে না। গেরুয়া দলের বিরুদ্ধে সকলকে বিভেদ ভুলে একজোট হতে হবে। কমন মিনিমাম প্রোগ্রাম করে এমনভাবে এগোতে হবে যাতে বিজেপির হাতে আর ক্ষমতা না আসে। যদিও গতকালের বৈঠকে সোনিয়া বা রাহুল গান্ধী কোনও বিষয়ে মন্তব্য করেননি।
পাটনা বৈঠকের পর বিরোধী জোট আরও মজবুত করতে আজ বিরোধীদের দ্বিতীয় বৈঠক (Opposition Meet) সূত্রের খবর, বিজেপি-বিরোধী শিবিরের দ্বিতীয় বৈঠকে দেশের ২৬টি বিরোধী দলের নেতারা উপস্থিত থাকবেন। বিজেপিকে হারাতে যে যেখানে শক্তিশালী সে সেখানে প্রার্থী দেবে, নাকি অন্য কোনও উপায়ে কীভাবে কী হবে সেই নিয়ে আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে বিরোধী জোটের নতুন নাম কী হবে সেই নিয়েও আলোচনা হতে পারে।