Optical Illusion : ভিন্ন দেখতে ইমোজি খুঁজে বার করলেই বাজিমাত! জিনিয়াস কিনা দেখুন ৫ সেকেন্ডে

বাংলাহান্ট ডেস্ক : আজ আমরা আপনাদের জন্য একটি এমন অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) নিয়ে এসেছি যা দেখতে সহজ মনে হলেও, এর সমাধান করা জিনিয়াস ছাড়া সম্ভব নয়। সোশ্যাল মিডিয়ায় আজকাল বেশ ভাইরাল ও শেয়ার হচ্ছে বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন। যারা জিনিয়াস তারা খুব সহজেই এই ধরনের অপটিক্যাল ইলিউশন সমাধান করে ফেলছেন।

অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) ধাঁধা

আবার অনেকেই চেষ্টা করছেন এই ধাঁধা সমাধানের। আজকের প্রতিবেদনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন তাতে রয়েছে অসংখ্য হাতের ইমোজি। তবে আপনাদের বলে রাখি এই অসংখ্য একই রকম দেখতে হাতের ইমোজির মধ্যে একটি হাত রয়েছে যেটি অন্যদের থেকে সম্পূর্ণ ভিন্ন। আপনাদের কাজ হবে সেই ভিন্ন দর্শন ইমোজি খুঁজে বার করা।

আরোও পড়ুন : মণ্ডপে ভিড় দেখে বুঝলাম উৎসব হয়েছে! রেড রোডের পুজো কার্নিভাল নিয়ে বিস্ফোরক ‘মিঠাই’ সৌমিতৃষা

আদতে সহজ মনে হলেও এই খেলাটি কিন্তু ততটাও সহজ নয়। এই ধরনের খেলায় ইন্দ্রিয় শক্তির প্রয়োজন হয়। তীক্ষ্ণ বুদ্ধি ও দৃষ্টিশক্তির অধিকারী না হলে এই ধরনের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) সমাধান সম্ভব নয়। এই ধাঁধা সমাধানের জন্য আপনারা পাবেন মাত্র পাঁচ সেকেন্ড সময়। পাঁচ সেকেন্ডের মধ্যেই আপনাদের অসংখ্য একই দেখতে হাতের ইমোজির মধ্যে থেকে খুঁজে বার করতে হবে ভিন্ন দেখতে ইমোজিটি।

আরোও পড়ুন : মূর্তিমান ত্রাস, মুম্বইয়ের আতঙ্ক, কে এই লরেন্স বিষ্ণোই? সলমনের উপরেই বা কীসের রাগ?

অপটিকালিল্যুশনস নামক একটি ইনস্টাগ্রাম পেজ থেকে এই খেলাটি শেয়ার করা হয়েছে। অনেক ব্যবহারকারী ইতিমধ্যেই এই ধাঁধাটির জন্য সময় ব্যয় করেছেন। বলাই বাহুল্য অধিকাংশ মানুষই ধাঁধার সমাধানে ব্যর্থ হয়েছেন। তবে আপনাদের জন্য আমরা এই ধাঁধার সঠিক উত্তরটিও এই প্রতিবেদনে উল্লেখ করে দিচ্ছি।

Optical Illusion

যদি পাঁচ সেকেন্ডের মধ্যে এই ধাঁধার সমাধান করতে না পারেন তাহলে হতাশ হবেন না। আপনাদের বলে রাখি এই ধাঁধার সঠিক উত্তর হল E3-তে থাকা ইমোজিটি। বন্ধু-বান্ধব ও আত্মীয়দের সাথেও আপনারা মেতে উঠুন এই মজার অপটিক্যাল ইলিউশনে (Optical Illusion)। সময় কাটানোর পাশাপাশি যাচাই করে নিন ইন্দ্রিয় শক্তি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর