Optical Illusion: ৩ সেকেন্ডে খুঁজে বার করুন ভিন্ন দেখতে বাল্বটি! এ যেন এক চোখের পরীক্ষার খেলা

বাংলাহান্ট ডেস্ক : আজকাল খুব জনপ্রিয় হয়েছে অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) খেলা। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের বাবা-কাকারা সংবাদপত্রে এই ধরনের খেলায় মেতে উঠতেন। তবে সোশ্যাল মিডিয়ার যুগে ফের একবার ফিরে এসেছে এই অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) খেলা।

অপটিক্যাল ইলিউশনের মজার (Optical Illusion) খেলা

অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) খেলা আপনার মস্তিষ্কের প্রখরতা বৃদ্ধি করে। এছাড়াও এই ধরনের ধাঁধা আপনার ইন্দ্রিয়ের ক্ষমতার স্বাক্ষর দেয়। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তেমনই একটি অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) খেলা। নিচের ছবিটি ভালো করে দেখুন। সেখানে দেখতে পাবেন অজস্র বাল্ব।

আরোও পড়ুন : Chanakya Niti : অনেক তো খাটলেন! এবার মাথায় রাখুন চাণক্যের এই নীতি, হাতের মুঠোয় আসবে অর্থ

তবে এই অজস্র বাল্বের মধ্যে রয়েছে একটি ভিন্ন দেখতে বাল্ব। প্রথম দেখাতে আপনাদের প্রত্যেকটি বাল্ব একই রকম লাগতে পারে। তবে এই অজস্র বাল্বের মধ্যে লুকিয়ে রয়েছে একটি ভিন্ন দর্শন বাল্ব। আপনারা এই ধাঁধাটি সমাধান করার জন্য পাবেন মাত্র ৩ সেকেন্ড সময়। আপনার সময় শুরু হচ্ছে এখন। ৩ সেকেন্ডের মধ্যে আপনাকে খুঁজে বার করতে হবে সেই বাল্বটি।

IMG 20240822 234314

যদি আপনি ৩ সেকেন্ড সময়ের মধ্যে ধাঁধাটির সমাধান করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনি জিনিয়াস। আপনার মস্তিষ্ক ও চোখের প্রখরতা খুবই ভালো। যদি ৩ সেকেন্ডের মধ্যে এই অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) ধাঁধা সমাধান করতে ব্যর্থ হন তাহলে আপনি পরাজিত হয়েছেন। তবে চিন্তা করবেন না। নিচের ছবিতে আমরা ভিন্ন দেখতে বাল্বটিকে মার্ক করে দেখিয়েছি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর