Optical Illusion : অজস্র 89, মাঝে লুকিয়ে রয়েছে একটি 98! ১২ সেকেন্ডে খুঁজে পেলেই কেল্লাফতে

বাংলাহান্ট ডেস্ক : আজকাল সোশ্যাল মিডিয়ায় অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) খেলা খুব জনপ্রিয় হয়েছে। অনেকেই এই ধরনের খেলায় মশগুল হয়ে রয়েছেন। অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) শুধুমাত্র একটি খেলা নয়, আপনার ইন্দ্রিয় শক্তি পরীক্ষা করার একটি ভালো উপায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় সহজ মনে হওয়া চিত্র অনেক সময় আপনাকে দ্বিধায় ফেলতে পারে।

অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) মজার খেলা

তবে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যদি সেই ধাঁধার সমাধান করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনার ইন্দ্রিয়ের প্রশংসা করতে হয়। আজ আমরা তেমনই একটি অপটিক্যাল ইলিউশনের খেলা আপনাদের জন্য নিয়ে এসেছি। নিচের ছবিটিতে লক্ষ্য করলে দেখবেন সেখানে রয়েছে অজস্র 89 নম্বর। তবে এই 89-এর ভিড়ে লুকিয়ে রয়েছে একটি 98।

আরোও পড়ুন : কমলা হ্যারিস জিতলে আমেরিকার পতাকা পোড়ানো মুসলমানরা হবে….ডোনাল্ড ট্রাম্পের পোস্টে শুরু হইচই

আপনার কাজ হবে সেই 98 নম্বরটিকে চিহ্নিত করা।অন্যান্য অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) খেলার মতো এতেও রয়েছে নির্দিষ্ট সময়সীমা। এই ধাঁধাটির সমাধান করার জন্য আপনি পাবেন ১২ সেকেন্ড সময়। এই ১২ সেকেন্ডের মধ্যেই আপনাকে চিহ্নিত করতে হবে 98 নম্বরটি। আপনার ১২ সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। 

আরোও পড়ুন : “ধোনির আয়নায় নিজেকে দেখা উচিত… আমি ক্ষমা করব না”, মাহির প্রতি ফের গর্জে উঠলেন যুবরাজের বাবা

ভালো করে আপনি মনোনিবেশ করুন ছবিতে। প্রথম দেখাতে প্রত্যেকটি সংখ্যাকে 89 মনে হলেও, এগুলির মধ্যে রয়েছে একটি 98 নম্বর। ১২ সেকেন্ডের মধ্যে আপনি যদি 98 নম্বরটি খুঁজে বার করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনি জিনিয়াস। প্রশংসা করতে হয় আপনার দৃষ্টি শক্তির ও মস্তিষ্কের উর্বরতার।

Optical Illusion

তবে আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এই ধাঁধাটির সমাধান করতে না পারেন তাহলে হতাশ হবেন না। নিচের ছবিতে আমরা মার্ক করে চিহ্নিত করে দেখিয়েছি সঠিক উত্তরটিকে। বন্ধুবান্ধব ও আত্মীয়দের সাথেও মেতে উঠুন অপটিক্যাল ইলিউশনের খেলায়। সময় কাটানোর পাশাপাশি ইন্দ্রিয় শক্তিকে  উর্বর করার সেরা বিকল্প হতে পারে অপটিক্যাল ইলিউশন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর