Optical Illusion: এই ঘোলাটে ছবির মধ্যে লুকিয়ে আছে একটি প্রাণী! ১০ সেকেন্ডে চিনলেই বাজিমাত

বাংলাহান্ট ডেস্ক : অপটিক্যাল ইল্যুশন (Optical Illusion) অনেকের কাছেই খুবই মজাদার একটি খেলা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের অপটিক্যাল ইল্যুশনের (Optical Illusion) খেলা বেশ জনপ্রিয় হয়েছে। যারা রোজকার রুটিনে ক্লান্ত হয়ে গেছেন, তারা নিজেদের মস্তিষ্ক ও ইন্দ্রিয় পরীক্ষা করার জন্য অপটিক্যাল ইল্যুশনের (Optical Illusion) খেলা খেলতে পারেন। এই ধরনের খেলায় আপনার মস্তিষ্ক ও ইন্দ্রিয় আরো প্রখর হয়ে উঠতে পারে।

অপটিক্যাল ইল্যুশনের (Optical Illusion) মজার ধাঁধা

সম্প্রতি TikTok তারকা হেকটিক নিক বিভিন্ন অপটিক্যাল ইল্যুশনের (Optical Illusion) মাধ্যমে চ্যালেঞ্জ করছেন ফলোয়ারদের। আজ আমরা তেমনই একটি অপটিক্যাল ইল্যুশন (Optical Illusion) নিয়ে এসেছি। যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি যথেষ্ট ঘোলা। তবে এই ছবির মধ্যে লুকিয়ে রয়েছে একটি প্রাণী। আপনাদের মাত্র ১০ সেকেন্ড সময়ের মধ্যে সেই প্রাণীটিকে চিহ্নিত করতে হবে।

আরোও পড়ুন : ছোট ১ টাকা দেখলেই ফিরিয়ে দিচ্ছেন! ৯৯% মানুষই জানেন না রিজার্ভ ব্যাঙ্কের এই নিয়ম

মাত্র ১০ সেকেন্ডের মধ্যে বলতে হবে এই ছবির মধ্যে কোন প্রাণী রয়েছে। তবে অধিকাংশ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ১০ সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়েছেন। আপনিও যদি সেই প্রাণীটিকে খুঁজে না পান চিন্তা করবেন না। আমরা নিচে সেই প্রাণীটির নাম জানাচ্ছি। এই ধূসর রঙের ঘোলাটে ছবিটিতে লুকিয়ে রয়েছে একটি পান্ডা। আপনি আপনার চোখ ৭০ শতাংশ সংকুচিত করলে দেখতে পাবেন পান্ডাটিকে।

IMG 20240802 033705

মাত্র ১ শতাংশ মানুষ নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাণীটিকে চিহ্নিত করতে সফল হয়েছেন। এই ধরনের খেলা আপনার চোখের কার্যকারিতা পরীক্ষার জন্য সহায়ক হতে পারে। এছাড়াও মস্তিষ্কের স্থিরতা বৃদ্ধির জন্য অপটিক্যাল ইল্যুশন (Optical Illusion) অত্যন্ত কার্যকারী ভূমিকা নিতে পারে। তাই বর্ষার সন্ধ্যায় চা আর চপের সাথে বন্ধু-বান্ধবদের সাথে জমিয়ে খেলুন অপটিক্যাল ইল্যুশন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর