মুখের দুর্গন্ধকে অবহেলা করেন! বড় কোন ব্যাধি হয়নি তো আপনার?

Published on:

Published on:

Oral Hygiene don't ignore bad breath know what others major illness it could be a sign

বাংলা হান্ট ডেস্ক: কথা বলার সময় অনেকেই সমস্যায় পড়েন। কারন মুখের গন্ধ (Oral Hygiene) অত্যন্ত অস্বস্তিকর একটি সমস্যা। মুখের গন্ধ দূর করতে বহু মানুষই নানা রকমের চিকিৎসা অথবা মাউথ ফ্রেসনার ব্যবহার করেন। কিন্তু তাতেও মেলেনা সমাধান। এই মুখের গন্ধ (Oral Hygiene) একদিকে যেমন বিরক্ত কর তেমনি স্বাস্থ্যের দিক থেকে খুব একটা ভালো লক্ষণ নয়। মুখের এই গন্ধের (Oral Hygiene) থেকে হতে পারে নানান ধরনের অসুখ। জানেন কেন মুখের থেকে দুর্গন্ধ হয়? জানুন বিস্তারিত….

দুবেলা ব্রাশ করছে! তবুও মুখে দুর্গন্ধ, কেন জানেন? (Oral Hygiene)

দাঁতের সমস্যা বা মুখের মধ্যে ব্যাক্টেরিয়া জমা হওয়ার মতো বিভিন্ন কারণে অনেকেরই মুখে দুর্গন্ধ (Bad Breath)  হয়। এরফলে বাইরে কারো সঙ্গে কথা বলতে গেলে দ্বিধাবোধ করে অনেকেই। নিঃশ্বাসের এই দুর্গন্ধ কে বিজ্ঞানের ভাষায় বলা হয় হ্যালিটোসিস। চিকিৎসকদের মতে কম জল খাওয়া, পেটের সমস্যা, দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য, ঘুমের সময় মুখ দিয়ে শ্বাস নেওয়া ইত্যাদি কারণের জন্য এই ধরনের সমস্যা হয়। তবে মুখের দুর্গন্ধের সমস্যা উপেক্ষা করা উচিত নয়। অনেক সময় কঠিন অসুখের ইঙ্গিত দিতে পারে এই উপসর্গগুলো।

চিকিৎসকদের মতে দাঁত, দাঁতের গোড়া, মাড়ি, জিভ, মুখগহ্বরে কোনও সংক্রমণ হলে মুখে দুর্গন্ধ হতে পারে। তাই খাওয়ার পর ঠিক মতো মুখ না ধুলে বা পর্যাপ্ত পরিমাণে জল না খেলে, দাঁতের গোড়ায় খাবার আটকে থাকলে এই ধরনের সমস্যা হয়। পাশাপাশি দাঁতের এনামেল নষ্ট হয়ে গেলে মুখের থেকে দুর্গন্ধ বের হয়। এ ছাড়া শারীরিক নানা সমস্যার কারণেও মুখে দুর্গন্ধ হতে পারে। জেনে নিন, কেন এই সমস্যাকে অবহেলা না করাই ভাল। এ ছাড়া শারীরিক নানা সমস্যার কারণেও মুখে দুর্গন্ধ হতে পারে। জেনে নিন, কেন এই সমস্যাকে অবহেলা না করাই ভাল। কি কি কারনে মুখে দুর্গন্ধ হয় জানেন?

 Oral Hygiene don't ignore bad breath know what others major illness it could be a sign

আরও পড়ুন: তেল ছাড়া অমলেট! কিভাবে বানালে জব্দ হবে ওজন? রইল রেসিপি

১. সাইনাসের সংক্রমণ হলেও মুখে দুর্গন্ধ হয়। সাইনাস এর সংক্রমণ হলে গাড় হলুদ বা সবুজ রং এর মিউকাস বেরিয়ে আসে নাক বা মুখ দিয়ে। যার ফলে মুখ থেকে দুর্গন্ধ বার হতে পারে।

২. বদ হজমের সমস্যা থাকলে আপনার মুখে দুর্গন্ধ হবে।

৩. ডায়াবিটিস বেশি থাকলে রক্তনালিগুলি ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে দাঁতের মাড়িও আলগা হয়ে যায়। এতে দাঁতের সমস্যা শুরু হয়। এই কারণেও কিন্তু মুখে দুর্গন্ধের সমস্যা শুরু হতে পারে।

৪. মাড়ি থেকে রক্ত পড়ার অন্যতম প্রধান কারণ ভিটামিন সি-র অভাব। এই ভিটামিনের ঘাটতির কারণে মুখে বিভিন্ন ধরনের ক্ষত দেখা যায়। যার ফলে মুখে গন্ধ হয়।

৫. প্রতিদিন ঠিকমতো ব্রাশ না করার কারণে খাবারের কণা মুখের ভিতর জমা হয়। এর মধ্যে ব্যাকটেরিয়া তৈরি হয়। যার কারণবশত দাঁত, মাড়ি এবং জিভে জমা খাবার ব্যাকটেরিয়ার জন্ম হয়। এরপর সেখানে পচন শুরু হলে মুখের দুর্গন্ধ হয়।

(Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য। কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনারা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।)