বাংলা হান্ট ডেস্ক : আগামী চারদিনের পরিস্থিতি আরও ভয়াবহ হবে পশ্চিমবঙ্গের (West Bengal Weather)। রাজ্যে গত এক সপ্তাহ ধরে তাপপ্রবাহ চলছে। তাপমাত্রা একাধিক জায়গায় ৪০ ডিগ্রি পার করেছে। গরমের এই দাপট থেকে বাদ যায়নি উত্তরবঙ্গ (North Bengal)। উত্তরবঙ্গের তিন জেলা মালদহ, দুই দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৪৩.৭°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ৩৩.৫° সেলসিয়াস
আর্দ্রতা : ৯৪%
বাতাস : ১৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭১%
কলকাতার আবহাওয়া : কলকাতার ক্ষেত্রে আগামী শুক্রবার পর্যন্ত একইরকম পরিস্থিতি থাকবে। শুকনো গরম এবং অস্বস্তিকর গরম আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই । শনিবার থেকে তাপমাত্রা কমতে পারে। আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। গত সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৪০ ডিগ্রি। মঙ্গলবার ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। গত ২৪ ঘণ্টায় কলকাতার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৩৮ থেকে ৮৭ শতাংশ।
উত্তরবঙ্গের আবহাওয়া : দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও আজ থেকেই দার্জিলিঙে আবহাওয়ার পরিবর্তন হবে। দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ চলবে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার অর্থাৎ উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। একুশে এপ্রিল শুক্রবারেও বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি সম্ভাবনা দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এবার তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আজ অর্থাৎ বুধবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রামে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ২০ এপ্রিল দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। শুক্রবার ২১ এপ্রিল বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা থাকবে। বাকি জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমবে।
আগামীকালের আবহাওয়া : আগামী চারদিন আরও কঠিন দিন হতে চলেছে। আইএমডির পূর্বাভাস ভয় ধরাচ্ছে। উত্তরপূর্ব ভারতের জন্য মোটেই সুদিন হবে না আগামী চারদিন। পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা।