বাংলাহান্ট ডেস্ক: বক্স অফিসে ‘কেজিএফ’ (KGF Chapter 2) দাপট অব্যাহত। এক মাসও হয়নি এখনো। এর মধ্যেই গোটা বিশ্বে হাজার কোটি টাকার ব্যবসা করে নিয়েছে যশ অভিনীত কেজিএফ চ্যাপ্টার ২। পিছিয়ে নেই ছবির হিন্দি সংষ্করণও। সবথেকে বেশি ব্যবসার নিরিখে আমির খানের ‘দঙ্গল’কেও ছাপিয়ে গিয়েছে এই ছবি। প্রভাসের ‘বাহুবলী ২’ এর পরেই এখন কেজিএফ এর স্থান।
ভারতে বাহুবলী তুলেছিল ৫০০ কোটি টাকা। অন্যদিকে কেজিএফ চ্যাপ্টার ২ ও ৪০০ কোটি ছুঁইছুঁই। পরিচালক এস এস রাজামৌলির থেকে পিছিয়ে নেই প্রশান্ত নীল। উল্লেখ্য, সারা বিশ্বে কেজিএফ চ্যাপ্টার ২ চতুর্থ ভারতী ছবি যা ১০০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে।
কেজিএফ চ্যাপ্টার ২ এর হিন্দি সংষ্করণই প্রথম হিন্দি ছবি যা সবথেকে দ্রুত ২৫০ কোটির মাইলফলক ছুঁয়েছে। মুক্তির পর মাত্র দশ দিনেই ৩০০ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। ২০১৪ সালে আমির খানের ‘পিকে’র পর বজরঙ্গি ভাইজান, সুলতান, দঙ্গল, টাইগার জিন্দা হ্যায়, বাহুবলী ২, পদ্মাবত, সঞ্জু, ওয়ার ছবিগুলিই ৩০০ কোটি ছুঁতে পেরেছিল। এর মধ্যে আবার বাহুবলী একমাত্র ছবি যার হিন্দি সংষ্করণ ৫০০ কোটি টাকার ব্যবসা করেছিল।
তালিকায় যুক্ত হয়েছে কেজিএফ চ্যাপ্টার ২ এর নাম। এর আগে ‘পুষ্পা’, ‘আর আর আর’ এর মতো ছবিও ৩০০ কোটি তুলতে পারেনি হিন্দি ভাষায়। সেই অসাধ্য সাধন করে দেখিয়েছেন রকি ভাই। বড়পর্দায় একাধিক রেকর্ড ভাঙার পর এবার OTT প্ল্যাটফর্মে আসতে চলেছে কেজিএফ।
খবর বলছে, কেজিএফ চ্যাপ্টার ২ এর সম্প্রচারের স্বত্ব কেনার জন্য নাকি বড়সড় অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে এক প্রথম সারির OTT প্ল্যাটফর্ম। আনুমানিক ৩২০ কোটি টাকার প্রস্তাব নাকি রাখা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো ঘোষনা করা হয়নি ছবি নির্মাতাদের তরফে। সম্ভবত আগামী ২৭ মে থেকেই OTT রিলিজ হচ্ছে কেজিএফ চ্যাপ্টার ২ এর।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার