খবর পাঠেও এবার কৃত্রিম বুদ্ধিমত্তার দাপট! ভারতের প্রথম AI নিউজ অ্যাঙ্করকে নিয়ে তোলপাড় শুরু

বাংলাহান্ট ডেস্ক : আগামী কিছুদিনের মধ্যে চ্যাট জিপিটির দৌলতে বদলে যেতে চলেছে গোটা বিশ্ব। ক্রমশ জনপ্রিয় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্ট্যালিজেন্স অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা। অনেকের আশঙ্কা এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রভাব ফেলতে পারে বিভিন্ন পেশার জগতে। তাই বিজ্ঞানের এই আধুনিক আবিষ্কার আশীর্বাদ না অভিশাপ, এই নিয়ে চলছে জোড় বিতর্ক।

বিভিন্ন ক্ষেত্রে ইতিমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি। এবার মিডিয়াতেও প্রবেশ করল AI। দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা খবর পরিবেশন করল উড়িষ্যার একটি নিউজ চ্যানেল। সংবাদ পাঠিকা (News Anchor) হিসেবে কাজ করল কৃত্রিম বুদ্ধিমত্তা। উড়িষ্যার ওটিভি-তে এবার থেকে সংবাদ পরিবেশন করবেন এই এআই পাঠিকা।

এই পাঠিকার নাম দেওয়া হয়েছে লিসা। উড়িষ্যার (Odisha) এই চ্যানেলের পদক্ষেপকে ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে শোরগোল। অনেকেই আশঙ্কা করছেন এই চ্যাট জিপিটি বা এআই এর ফলে কাজ হারাতে পারেন বিভিন্ন পেশার মানুষ। বিজ্ঞানীরা দাবি করছেন খুব শীঘ্রই মানব বুদ্ধিমত্তার জায়গা দখল করে নেবে এআই। রবিবার উড়িষ্যার এই সংবাদমাধ্যম প্রথম এআই সঞ্চালিকাকে সবার সামনে প্রকাশ করল।

OTV এর কর্ণধার লিসার সাথে সবাইকে প্রথমে আলাপ করিয়ে দেন। ওডিশা টেলিভিশন লিমিটেডের (OTV) অন্যতম কর্ণধার জাগি মাঙ্গত পণ্ডা বলেন, “একটা সময় কম্পিউটার আমাদের সবার কাছে আশ্চর্যজনক একটি বস্তু ছিল। কিন্তু সময় পাল্টেছে। বর্তমানে অধিকাংশ মানুষ কাজ ও বিনোদনের জন্য বেছে নেন ইন্টারনেটকে। OTV সব সময় সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পছন্দ করে। সাংবাদিকতার ক্ষেত্রে আমরা ২৫ বছর পূর্ণ করেছি। উড়িষ্যার প্রথম AI সঞ্চালিকা লিসার মাধ্যমে OTV এক অনন্য মাইলস্টোন ছুঁল।”

qt lisa

এরই সাথে মাঙ্গত পন্ডার সংযোজন, টেলিভিশনে সবে মাত্র শুরু হয়েছে এআই এর ব্যবহার। আমরাও সেই পথ ধরে হাঁটতে শুরু করেছি। একাধিক ভাষা বলার ক্ষমতা রয়েছে লিসার। তবে আপাতত সে ইংরেজি ও উড়িয়ায় সংবাদ পরিবেশন করবে। এই টুল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে মানুষের সব কাজই করে দিতে পারে। তবে অনেকের আশঙ্কা এই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ খেয়ে নিতে পারে বহু মানুষের।

 

 

 

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর