বাংলা হান্ট ডেস্ক: ‘জয় শ্রী রাম’ বলা নিয়ে ঝনঝন চুরি হচ্ছে না রাজ্য থেকে। এবার স্কুলের ভিতরেই আক্রান্ত হলেন পড়ুয়ারা। অভিযোগ, বহিরাগতরা হামলা চালায় স্কুলের ভেতরে ঢুকে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাট উচ্চ বিদ্যালয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে ঘিরে। খবর পেয়ে বিদ্যালয় পৌঁছায় পুলিশ, বহিরাগতদের স্কুল থেকে বার করতে, লাঠিচার্জ করতে হয় তাদের। ঘটনার প্রতিবাদে অভিভাবক বিক্ষোভ দেখায় স্কুল এর সামনে, চলে রাস্তা অবরোধ।
বাখরাহাট উচ্চ বিদ্যালয়য়ে বুধবার সকালে ‘জয় শ্রী রাম’ ধ্বনি বলা নিয়ে গরম হয়ে ওঠে এলাকা। জানা গেছে, স্কুলের ভিতরে কয়েকজন পড়ুয়া ‘জয় শ্রী রাম’ বলে ওঠে। এর পরেই কয়েকজন যুবক দলবেঁধে ঢুকে পড়ে স্কুলে, এবং আচমকাই পড়ুয়াদের ওপর হামলা চালায় তারা, বেধড়ক মারধর করা হয় ছাত্রদের। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে।
অভিযোগ পেয়ে আসে পুলিশ, কিন্তু তখনও স্কুলের ভিতর তাণ্ডব চলছিল বহিরাগতদের। পরিস্থিতি সামাল দিতে বহিরাগতদের লাঠিচার্জ করে স্কুল থেকে বার করে পুলিশ। ঘটনায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিষ্ণুপুরে।