বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। ভোট প্রস্তুতিতে আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। চলছে সভা, পাল্টা-সভা, হুমকি-হুঁশিয়ারি সাথেই দল বলদির খেলা। এবার সেই ধারাই অব্যাহত রেখে দল বদলে সামিল মালবাজারের (Malbazar) ৫০ পরিবার। তবে ঘাসফুলে নয়, বরং শাসকদল ছেড়ে সিপিএমে (CPM) যোগ দিলেন সকলে।
নির্বাচন পূর্বে এ যেন একেবারেই উলটপুরাণের চিত্র। তৃণমূল (Trinamool) ছেড়ে লাল ঝান্ডা হাতে তুলে নিল উত্তরবঙ্গের অন্তত পঞ্চাশ পরিবার। কোনো সুযোগ-সুবিধা না পাওয়ার অভিযোগে বৃহস্পতিবার মালবাজার শহরে স্টেশন রোডে অবস্থিত সিপিএমের দলীয় কার্যালয়ে মালবাজার ব্লকের তেশিমিলা গ্রাম পঞ্চায়েতে তাঁরা দলত্যাগ করেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতাধীন ঘর বন্টন ইস্যুকে কেন্দ্র করে মালবাজার বিডিও অফিসের সিপিএম মাল এরিয়া কমিটির তরফে ডেপুটেশন প্রদান করা হয়। এরপর এদিন সিপিএম এর দলীয় কার্যালয়ে দল বদল করেন ৫০ শাসক দলের পরিবার।
লাল শিবিরে যোগদান করে এদিন এক সিপিএম কর্মী জানান“তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য ছিলেন ছিলাম। আর্থিক দিক থেকে পিছিয়ে থাকলেও কোনও রকমের সুযোগ-সুবিধা আমরা পাইনি। আর্থিক দিক থেকে স্বচ্ছল ব্যক্তিরা পঞ্চায়েতের তরফে ঘর থেকে শুরু করে যাবতীয় সুযোগ-সুবিধা পেয়েছেন। দলেরই নেতারা সরকার থেকে গরিব মানুষের জন্য বরাদ্দ সুবিধা নিজেরাই দখল করে বসে আছেন। সেই কারণে দলের নেতৃত্বের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পুরনো দলেই ফিরে এলাম।” ভোটপূর্বে এরম জোর ধাক্কায় রীতিমতো অস্বস্থিতে শাসকদল।