বাংলাহান্ট ডেস্কঃ ভারতে করোনার (covid-19) দ্বিতীয় ঢেউ শুরু হতেই চিকিৎসা সংকটে পড়েছে গোটা দেশ। কোথাও হাসপাতালের বেড নেই, কোথাও আবার চিকিৎসক নেই, অভাব দেখা দিয়েছে ভেন্টিলেটরের ক্ষেত্রেও। পাশাপাশি আরও একটি সঙ্কট প্রকট হয়ে দাঁড়িয়েছে অক্সিজেনের অভাব।
প্রতিদিনই আক্রান্তের সংখ্যা রেকর্ড সীমা পার করে যাচ্ছে। সেইসঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। বেশকিছু জায়গায় করোনার বিরুদ্ধে মোকাবিলা করতে বেশকিছু নির্দেশিকা জারি করা হলেও, মানুষের মধ্যে এখনও সেভাবে সচেতনতার অভাব দেখা দিচ্ছে। তবে এর মধ্যে অক্সিজেনের অভাব বড় সমস্যা সৃষ্টি করেছে। এবার এই সমস্যার সমাধান করতে উদ্যোগ নিল রেল কর্তৃপক্ষ।
মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের সরকারের আর্জি মেনে নিয়ে রবিবার গ্রিন সিগন্যাল দিল রেল কর্তৃপক্ষ। চিকিৎসার জন্য প্রয়োজনীয় তরল অক্সিজেন ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটবে অক্সিজেন এক্সপ্রেস (oxygen express)- এমনটাই জানালেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল। শুধু তাই নয়, ১৯ শে এপ্রিলের মধ্যেই সব র্যাম্প তৈরি করে গ্রিন করিডরের মাধ্যমে এই ট্রেন নির্দিষ্টস্থানে পৌঁছে যাবে।
A green corridor is being created to fast movement of Oxygen Express Trains to facilities the smooth transport of oxygen to states: Union Minister Piyush Goyal to ANI https://t.co/uVaR4v34jp pic.twitter.com/Kc6mnNwk45
— ANI (@ANI) April 18, 2021
রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, করোনা মকাবিলার জন্য প্রয়োজনীয় তরল অক্সিজেন ও অক্সিজেন সিলিন্ডার যোগান দেওয়ার জন্য প্রস্তুত রেল। ওভারহেডের তার মাঝপথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে কিনা, তাও দেখা হচ্ছে। এইভাবে অক্সিজেন ট্যাংক নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেসব বাঁধা ছিল, তা ফ্ল্যাট ওয়াগনের মাধ্যমে কীভাবে নিয়ে যাওয়া যায়, তার পরীক্ষাও করা হয়েছে। এইভাবে ট্রায়াল করার পর খালি ট্যাংকার মুম্বই ও তার আশেপাশের রেল স্টেশন থেকে ভাইজ্যাগ, জামশেদপুর, রাউরকেল্লায় পাঠানোর পর অক্সিজেন ট্যাংকার ভর্তি হয়ে আসবে সেখান থেকে।